এক্সপ্লোর
R G Kar Protest : গতবছর ৯ অগাস্ট অভয়ার দেহ উদ্ধারের এক বছর পার, কোথায় দাঁড়িয়ে তদন্ত? কোন পথে এগিয়েছে বিচার? একনজরে
ভয়ঙ্কর সেই ঘটনার একটা বছর পেরিয়ে গেল। কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে শুধু মাত্র একজন।
গতবছর ৯ অগাস্ট অভয়ার দেহ উদ্ধারের এক বছর পার, কোথায় দাঁড়িয়ে তদন্ত?
1/8

অভিশপ্ত ৮ অগাস্টের এক বছর। ৯ বছর সবার সামনে এসেছিল সেই নারকীয় ঘটনা । এই দিনেই রাতের রাজপথে ফের উঠল বিচারের দাবি। কলকাতা পুলিশ ও CBI-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা।
2/8

গতবছর ৮ অগাস্ট টানা ৩৬ ঘণ্টা ডিউটির পর, বিশ্রামের জন্য গভীর রাতে ঢুকেছিলেন সেমিনার হলে। হাসপাতাল সূত্রে খবর, সেদিন রাতে 'On Call'-এ ছিলেন তরুণী চিকিৎসক । রাত দুটো নাগাদ তাঁর ডিউটি শেষ হয়। তারপরে জুনিয়রদের সঙ্গে ডিনার সারেন।
Published at : 09 Aug 2025 06:42 AM (IST)
আরও দেখুন






















