এক্সপ্লোর
RG Kar Case : মৃতদেহ উদ্ধার সবে, পুলিশের সামনেই সেমিনার রুমে বহিরাগতরাও! চমকে দেবে ভাইরাল ভিডিও
RG Kar Case : ভাইরাল হওয়া এই ভিডিওয় দেখা গিয়েছে, নিয়ম - নীতি শিকেয় । ধর্ষিতা - নির্যাতিতার দেহ পড়ে , আর সেখানে গিজগিজ করছে ভিড়।
তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ১৮ দিন পর সেমিনার হলের ভিডিও ভাইরাল
1/10

তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ১৮ দিন পর এবার চমকে দিল সেমিনার রুমের ভিডিও । সামনে নির্যাতিতার দেহ পড়ে, যিনি কি না ওই হাসপাতালেরই জুনিয়র ডাক্তার...আর তা দেখতে জমে গিয়েছে থিকথিকে ভিড়।
2/10

নির্যাতিতার দেহ যে অবস্থায় পাওয়া গিয়েছিল, তাতে এটুকু পরিষ্কার ছিল স্বাভাবিক মৃত্যু নয়। তাঁর শরীরের বস্ত্র ছিল না ঠিকঠাক অবস্থায়, ছিল একাধিক আঘাত, তাই যৌন নির্যাতন হয়ে থাকতে পারে, এমন একটা সন্দেহের অবকাশ তো ছিলই। তা সত্ত্বেও পুলিশ দেহ দেখা মাত্র অপরাধস্থল সিল করেনি।
Published at : 26 Aug 2024 04:04 PM (IST)
আরও দেখুন






















