এক্সপ্লোর
Second Hooghly Bridge: দ্বিতীয় হুগলি সেতুতে যান নিয়ন্ত্রণ শুরু, কোন পথে যাতায়াত?
West Bengal News: পুরোপুরিভাবে পণ্য়বাহী গাড়ি চলাচল বন্ধ। বম্বে রোড ও দিল্লি রোড হয়ে কলকাতাগামী গাড়ি চলবে ঘুরপথে।
ফাইল ছবি
1/9

কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দ্বিতীয় হুগলি সেতু। কয়েক মাস আগেই তার স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল। এবার শুরু হল সংস্কার।
2/9

হুগলি রিভার ব্রিজ কমিশনের তত্ত্বাবধানে সেতুর রোপ পরিবর্তনের কাজ শুরু হয়েছে। তার জেরে, গতকাল রাত থেকেই সেতুতে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে।
3/9

সেতুতে পুরোপুরিভাবে বন্ধ থাকবে পণ্য়বাহী গাড়ি চলাচল। তবে, চলতে পারবে ছোট গাড়ি এবং বাস।
4/9

বিদ্যাসাগর সেতুর জন্য বন্দর এলাকা থেকে আসা HGVS এবং MGV গুলি সেন্ট জর্জেস গেট রোড - স্ট্র্যান্ড রোড - কিংসওয়ে - CR পেতে ক্লাইড রো / সেন্ট জর্জেস গেট রোড ক্রসিং থেকে ডাইভার্ট করা হবে৷
5/9

দাস মূর্তি - নেতাজি মূর্তি - সরকার পূর্ব স্থান - এসপ্ল্যানেড রো ইস্ট - এসপ্ল্যানেড ক্রসিং-সিআর এভিনিউ - ভূপেন বোস এভিনিউ - শ্যামবাজার ৫ পয়েন্ট ক্রসিং-টালা ব্রিজ-বিটি রোড-ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু ধরবে।
6/9

বিদ্যাসাগর সেতুর জন্য J&N Island দিক থেকে কেপি রোড ধরে আসা পশ্চিমগামী ভারী এবং মাঝারি পণ্যবাহী যানবাহনগুলিকেও ১১ ফার্লং গেট থেকে ঘুরিয়ে দেওয়া হবে।
7/9

বিদ্যাসাগর সেতুর জন্য এক্সাইড ক্রসিংয়ের দিক থেকে আসা ভারী এবং মাঝারি পণ্যবাহী যানবাহনগুলি (বন্দরগামী ব্যতীত) এক্সাইড ক্রসিং থেকে JL নেহেরু রোড - ডোরিনা ক্রসিং - এসপ্ল্যানেড ক্রসিং- সি আর এভিনিউ - ভূপেন বোস এভিনিউ - শ্যামবাজার ৫ পয়েন্ট ক্রসিং- টালা ব্রিজ বিটি রোড-ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু ধরবে।
8/9

দ্বিতীয় হুগলি সেতুতে ভারী এবং মাঝারি পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে ৷
9/9

ডি এল খানের দিক থেকে AJC বরাবর আসছে এমন যান গুলিকে এজেসি বোস রোড / ডি এল খান রোড ক্রসিং থেকে হসপিটাল রোড-কেপি রোড-ডাফেরিন রোড - মেয়ো রোড - নেতাজি মূর্তি - গভর্নমেন্টের প্লেস - এসপ্ল্যানেড রো ইস্ট - এসপ্ল্যানেড ক্রসিং - সিআর এভিনিউ ভূপেন বোস এভিনিউ - শ্যামবাজার ৫ পয়েন্ট ক্রসিং - টালা ব্রিজ-বিটি রোড - ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু ধরতে হবে।
Published at : 06 Dec 2023 07:57 AM (IST)
View More
Advertisement
Advertisement























