এক্সপ্লোর
West Bengal Weather : ঘনাল কালো মেঘ, তুমুল নামবে বৃষ্টি, শনি-রবি প্রকৃতির তাণ্ডব অবশেষে?
কিন্তু এখনও দক্ষিণবঙ্গে পুরদস্তুর বর্ষার বৃষ্টি দেখা যায়নি বললেই চলে। তবে এবার দক্ষিণবঙ্গবাসীর অপেক্ষা কাটতে পারে।
দক্ষিণবঙ্গে পুরদস্তুর বর্ষার বৃষ্টি
1/9

বাংলায় বর্ষা প্রবেশ করা ইস্তক বড় খামখেয়ালি। নির্ধারিত সমস্যায় ভাসছে উত্তরবঙ্গ। টানা বৃষ্টি চলছে দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার-সহ পার্বত্য সবকটি জেলাতেই।
2/9

কিন্তু এখনও দক্ষিণবঙ্গে পুরদস্তুর বর্ষার বৃষ্টি দেখা যায়নি বললেই চলে। তবে এবার দক্ষিণবঙ্গবাসীর অপেক্ষা কাটতে পারে। শুক্রবার সকাল থেকেই দেখা গেল আকাশের মুখ ভার।
Published at : 19 Jul 2024 08:18 AM (IST)
আরও দেখুন






















