এক্সপ্লোর
West Bengal Weather : তুমুল বৃষ্টি, সঙ্গে বজ্রপাত, ঝোড়ো হাওয়া, সকালেই দুর্যোগের ইঙ্গিত এই ৪ জেলায়
weather update : মেঘের তর্জন-গর্জন থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতি বেগে প্রতি ঘন্টা ঝড়ো বইবার সম্ভাবনা।
সকালেই দুর্যোগের ইঙ্গিত এই ৪ জেলায় ( ছবি : পিক্স্যাবে )
1/8

বর্ষা আসার আগেই কি হবে ঘূর্ণিঝড় ? হলেও কেমন হবে তার দাপট ? এই নিয়ে জল্পনা তুঙ্গে। আবহাওয়া দফতর যদিও এই নিয়ে এখনও পুঙ্খানুপুঙ্খ জানায়নি। তবে সম্ভাবনা তৈরি হয়েছে।
2/8

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ভূপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উপরে একটি ঘূর্ণাবর্ত স্পষ্ট হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গপোসাগরের উপর। বুধবার ২২ তারিখেই এটি নিম্নচাপে রপান্তর হতে পারে।
Published at : 22 May 2024 10:11 AM (IST)
আরও দেখুন






















