এক্সপ্লোর
Cyclone Remal Update : আরও ঘনীভূত গভীর নিম্নচাপ, সাগর থেকে দূরত্ব মোটে ৩৮০ কিলোমিটার, কখন ধাক্কা বঙ্গে?
Cyclone Remal Update: দিঘায় বাড়ছে ঢেউ, দক্ষিণ ২৪ পরগনাতেও মেঘলা আকাশ। কাল রাতে বাংলাদেশ ও সাগরদ্বীপের মাঝে ১৩০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পরে 'রেমাল'।
কাল রাতে আছড়ে পড়তে পরে 'রেমাল'
1/8

ফের মে মাস। ফের প্রাক বর্ষায় চোখ রাঙাচ্ছে আরেকটা ঘূর্ণি ঝড়। ফিরবে কি আমফান, ফণী, ইয়াসের স্মৃতি? প্রমাদ গুণছেন বঙ্গের উপকূলবর্তী জেলার মানুষ। সবথেকে বেশি প্রভাব পড়তে পারে দক্ষিণ ২৪ পরগনায়।
2/8

রেমালের প্রভাবে শনিবার থেকেই দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রবল বৃষ্টিতে ভাসতে পারে কলকাতাও। বেলা ১২ টা অবধি আকাশে কালো মেঘের চিহ্নটুকু নেই ঠিকই, তবে বিকেলের পর থেকেই দেখা যাবে দুর্যোগ-চিহ্ন।
Published at : 25 May 2024 12:25 PM (IST)
আরও দেখুন






















