এক্সপ্লোর
Success Story: UPSC দেননি! ধাপে ধাপে এখন IAS! চমকে দেবে এই লড়াকুর কাহিনি
Abdul Nasar: অনাথালয়ে কেটেছে ছোটবেলা। স্কুলের গণ্ডি পেরিয়েই শুরু হয় জীবনসংগ্রাম। কখনও হোটেলে কাজ, কখনও খবরের কাগজ বিক্রি করে জুটেছে ভাত। এখন তিনি DM
ছবি: বি আবদুল নাসার-এর ফেসবুক
1/10

বয়স তখন পাঁচ পেরোয়নি। মাথার উপর থেকে সরে গিয়েছিলেন বটগাছের ছায়া দেওয়া মানুষটি। অত ছোটতেই পিতৃহারা হয়েছিলেন তিনি। তারপর শুরু ভয়ানক এক জীবনসংগ্রাম।
2/10

সংসার চালাতে গৃহ পরিচারিকার কাছ বেছে নিয়েছিলেন তাঁর মা। কিন্তু বাড়িতে শিশুদের রেখে কীভাবে কাজ করবেন? উপায় হিসেবে ঠাঁই হয়েছিল অনাথ আশ্রমে।
Published at : 15 Jun 2024 08:13 AM (IST)
Tags :
Success Storyআরও দেখুন






















