এক্সপ্লোর
HS Exam Preparation 2022: উচ্চমাধ্যমিকের কেমিস্ট্রিতে বেশি নম্বর পেতে রইল লাস্ট মিনিট টিপস

উচ্চমাধ্যমিকে কেমিস্ট্রি নিয়ে চিন্তা? নজরে থাকুক শেষ মুহূর্তের টিপস
1/7

রসায়নের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে মানসিক প্রস্তুতি যেমন প্রয়োজন, তেমনই দরকার কিছু বিশেষ পদ্ধতি মেনে সিলেবাস শেষ করা। কেমিস্ট্রি পরীক্ষার্থীরা সময় পাবে ২ দিন। এই দুটো দিনেই শেষ করতে হবে সিলেবাস।
2/7

নন নিউমেরিকাল অর্থাৎ যেসব চ্যাপ্টারে অঙ্ক নেই তেমন বিষয়গুলি ২৩ তারিখ সন্ধ্যেবেলা পড়ে নেওয়া। যেমন- Surface Chemistry, Co-Ordination Compounds, Biomolecules এবং p-Block, d,f-Block elements এর মতো টপিকগুলি। ৭০ নম্বরের মধ্যে ২৩ নম্বর আসে এই চ্যাপ্টারগুলি থেকে।
3/7

পরীক্ষা দিতে বসে আগেই MCQ প্রশ্ন না ধরে ২ নম্বর কিংবা ৩ নম্বরের প্রশ্ন দিয়ে লেখা শুরু করা। বড় প্রশ্ন আগে লিখলে মনস্তাত্বিকভাবে চ্যাপ্টার ও টপিকে আগে ঢুকে যাওয়া যায়। এরপর MCQ করলে তা সহজেই উত্তর করা যেতে পারে।
4/7

Organic Chemistry-এর ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ বিক্রিয়াগুলি রয়েছে তা অব্যশই পড়ে নেওয়া। প্রয়োজনে লিখে একবার প্র্যাকটিস করে নেওয়া। খাতায় কলমে এটি না করলে মনে রাখা খুব শক্ত।
5/7

কেলাসের চ্যাপ্টারটি কিন্তু গুরুত্বপূর্ণ। কেলাসের ত্রুটি অবশ্যি পড়ে নেওয়া। দ্রবণের মধ্যে Molarity এবং Molality-এর পার্থক্য, Raoult's Law, Colligative properties, অভিস্রবণ, বাস্তব জীবনে এর প্রয়োগ
6/7

রাসায়ানিক গতিবিদ্যা খুব ভাল করে পড়তে হবে। এর থেকে ৫ নম্বরের প্রশ্ন আসে। 1st Order Reaction, Zero order reaction সমাকলিত রূপ, অর্ধায়ু বের করা,এই সংক্রান্ত লিখচিত্র- গুলি লিখে লিখে প্র্যাকটিস করলে পরীক্ষার দিন মনেও থাকবে, ভুল করার সম্ভাবনাও কমবে।
7/7

উত্তরের ক্ষেত্রে অবশ্যই পয়েন্ট দিয়ে লেখা। প্রয়োজনে বক্স করে, ছক উত্তর লিখলে ভাল। হাতের লেখা যথাসম্ভব ভাল করা, তাহলে পরীক্ষকদের মনে ভাল ছাপ পড়ে যায় উত্তরপত্র দেখার সময়।
Published at : 04 Apr 2022 07:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
