এক্সপ্লোর
Success Story : বলতে হবে নিজেকে আমি পারি, আমি পারবই ; আর ভরসা থাকুক প্ল্যান B-তে
Sonal Goel : IAS সোনল গোয়েলের বার্তা, সবসময় নিজেকে বলতে হবে 'I can, I will ! The Game is not Over, till I Win।'
সোনল গোয়েল । ফোটো সৌজন্য - ইনস্টাগ্রাম @ iassonalgoel
1/10

হরিয়ানার মেয়ে। মূলত ব্যবসায়ী পরিবার। বাবা ছিলেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। পানিপথের বাসিন্দা হলেও পেশা সূত্রে চলে আসা দিল্লি। সোনলের জন্মও দিল্লিতে। বেড়ে ওঠা, পড়াশোনা সবই দিল্লিতে। ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছেন রবীন্দ্র পাবলিক স্কুল, প্রীতমপুরায়। ছোটবেলায় খুব যে পড়াশোনায় ভাল ছিলেন তা নয়। ফোটো সৌজন্য - ইনস্টাগ্রাম @ iassonalgoel
2/10

আর পাঁচটা বাচ্চার মতই ছিলেন। পরে DAV পাবলিক স্কুলে ভর্তি হন। ক্লাস সিক্সে পড়ার সময় সবকিছু ঠিক ছিল না। পরীক্ষায় খুবই খারাপ করেন। সংসার চালাতে, তিন ভাইবোনের পড়াশোনা সামলাতে বাবার লড়াই নাড়িয়ে দিয়ে যায় সোনলকে। মনে জোর আনেন। ফোটো সৌজন্য - ইনস্টাগ্রাম @ iassonalgoel
Published at : 02 Dec 2023 01:29 PM (IST)
আরও দেখুন






















