এক্সপ্লোর
IPS Success Story: বলিউডের ছবিতে অভিনয়, তবুও লক্ষ্যপূরণে সফল IPS সিমলা প্রসাদ
Simala Prasad Success Story: বলিউডে কয়েকটি ছবিতে অভিনয়, তার পাশাপাশি UPSC পরীক্ষার প্রস্তুতি। সফল আইপিএস হয়ে দেখিয়ে দিয়েছেন সিমলা প্রসাদ যে নিজের ইচ্ছের কাছে কোনও বাধাই বাধা হয়ে ওঠে না।
ছবি- সিমলা প্রসাদের ইনস্টাগ্রাম
1/10

ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন সিমলা প্রসাদ। পরীক্ষার প্রস্তুতিতে তাতে বাধা পড়েনি। ছবিতে অভিনয়ের পাশাপাশি চলেছে পড়াশোনা। ছবি- সিমলা প্রসাদের ইনস্টাগ্রাম
2/10

১৯৮০ সালে ভোপালে জন্ম হয় সিমলা প্রসাদের। তাঁর বাবা ড. ভগীরথ প্রসাদ ১৯৭৫ সালের ব্যাচের একজন সফল আইএএস অফিসার এবং মা খ্যাতনামা লেখিকা মেহেরুন্নিসা পারভেজ।
3/10

সেন্ট জোসেফ কো-এড স্কুল থেকেই পড়াশোনা করেছেন সিমলা প্রসাদ। পরে বাণিজ্য বিভাগে স্নাতক উত্তীর্ণ হন এবং তারপর সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ভোপালের বরকতউল্লাহ বিশ্ববিদ্যালয় থেকে।
4/10

পড়াশোনায় বরাবরই মেধাবী ছিলেন সিমলা প্রসাদ। পরীক্ষা দিয়ে মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনে উত্তীর্ণ হন সিমলা প্রসাদ এবং ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পদে নিযুক্ত হন।
5/10

আর এই পদে কাজ করতে করতেই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন সিমলা প্রসাদ। নিজে নিজেই পড়াশোনা শুরু করেন তিনি।
6/10

এরই মাঝে বলিউডের বেশ কিছু ছবিতে অভিনয় করেন সিমলা। ছোটবেলা থেকেই অভিনয়, নাচ-গানের প্রতি তার একটা ঝোঁক ছিলই।
7/10

'আলিফ' এবং 'নকাশ' নামে দুটি ছবিতে অভিনয় করেছিলেন সিমলা প্রসাদ। 'আলিফ' ছবিতে শাম্মির চরিত্রে এবং 'নকাশ' ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে তাঁর অভিনয় খুবই প্রশংসিত হয়।
8/10

অভিনয়ের পাশাপাশি চলতে থাকে পড়াশোনাও। প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় বসেই বাজিমাত করেন সিমলা প্রসাদ।
9/10

কোনওরকম কোচিং ছাড়াই UPSC CSE পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসে যোগ দেন ভোপালের সিমলা প্রসাদ।
10/10

বর্তমানে তিনি মধ্যপ্রদেশের বেতুল জেলার এসপি পদে কর্মরত। সিমলার জীবন বুঝিয়ে দিয়েছে, ইচ্ছে থাকলে যে কোনও পরীক্ষাতেই উত্তীর্ণ হওয়া সম্ভব।
Published at : 09 Feb 2024 11:20 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























