এক্সপ্লোর
Success Story: বিয়ের পরেও অদম্য জেদে স্বপ্নপূরণ, সফল IPS হয়ে নজির গড়েছেন তনুশ্রী; কীভাবে এল সাফল্য ?
IPS Tanushree: ২০১৫ সালেই বিয়ে হয়ে যায় তনুশ্রীর, কিন্তু তাতে বাধ মানেনি তার স্বপ্ন। পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি ইউপিএসসি উত্তীর্ণ হন তিনি।

আইপিএস তনুশ্রীর সাফল্য অনুপ্রাণিত করবে
1/10

বিয়ের পরেও স্বপ্নপূরণের জন্য সফল আইপিএস হন তনুশ্রী। তার কঠোর পরিশ্রম আর অদম্য জেদের কারণেই এসেছে কাঙ্ক্ষিত সাফল্য।
2/10

২০১৫ সালেই বিয়ে হয়ে যায় তনুশ্রীর, কিন্তু তাতে বাধ মানেনি তার স্বপ্ন। পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি ইউপিএসসি উত্তীর্ণ হন তিনি।
3/10

২০১৬ সালে এই পরীক্ষায় উত্তীর্ণ হন তনুশ্রী এবং ২০১৭ সালে সফল আইপিএস হিসেবে তার অভিষেক ঘটে।
4/10

তিনি এর মধ্যেই জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের পদে কর্মরত ছিলেন। এখন তিনি কাশ্মীরের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সিতে নিযুক্ত রয়েছেন।
5/10

১৯৮৭ সালের ২২ এপ্রিল বিহারের মতিহারি জেলায় জন্ম হয় তনুশ্রীর। তার বাবা পেশায় সিআরপিএফের একজন ডিআইজি ছিলেন।
6/10

বোকারোর দয়ানন্দ অ্যাংলো বৈদিক স্কুল থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পড়াশোনা শেষ করেন তনুশ্রী।
7/10

দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে মিরান্ডা কলেজ থেকে ইতিহাসে স্নাতক হন এবং তারপরে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করেন তিনি।
8/10

প্রথমে ২০১৪ সালে সিআরপিএফে অ্যাসিস্টান্ট কমান্ড্যান্ট হিসেবে তার কর্মজীবন শুরু হয়, কিন্তু তার স্বপ্ন ছিল আইপিএস হওয়ার।
9/10

বড় বন মনুশ্রীর অনুপ্রেরণায় তিনি সফল আইপিএস হয়ে ওঠেন। সমাজমাধ্যমেও তিনি যথেষ্ট জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা ১.৫ লক্ষেরও বেশি।
10/10

বহু মেয়ের কাছে তিনি এখন উজ্জ্বল অনুপ্রেরণা হয়ে আছেন। তার সমাজমাধ্যমে প্রায়ই উঠে আসে কর্মজীবন ও ব্যক্তিজীবনের নানা অধ্যায়ের ছবি।
Published at : 21 Mar 2025 04:08 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
