এক্সপ্লোর
Celebrities in Election: কোন দলে কোন অভিনেতা-অভিনেত্রী, দেখা থাক-মনে থাক

web-sayantika-n-srabanti-split-still-030321
1/8

বুধবার তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন অভিনেত্রী সায়ন্তিকা- 'দিদির পাশে আগেও ছিলাম, আগামীদিনেও থাকব। দিদি আমায় যে গুরুদায়িত্ব দিয়েছেন তা যেন পালন করতে পারি।'
2/8

সোমবার বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী-‘এতদিন সবাই আমাকে রূপোলি পর্দায় দেখেছেন। সবার ভালোবাসা পেয়ে আমি ঘরের মেয়ে হয়ে উঠেছি। আমারও দায়িত্ব রয়েছে মানুষদের জন্য কিছু কাজ করার। ভারতীয় জনতা পার্টি আমায় দলের সদস্য হওয়ার যোগ্য বলে মনে করেছেন, এতে আমি আপ্লুত।’
3/8

২৪ ফেব্রুয়ারি- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুগলির জনসভায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, মানালী ঘোষ, কাঞ্চন মল্লিকের মতো একঝাঁক অভিনয় জগতের পরিচিত মুখ।
4/8

গত ২৬ ফেব্রুয়ারি গেরুয়া শিবিরে নাম লেখান পায়েল সরকার। বিজেপিতে যোগ দিয়ে পায়েল বলেন, ‘২০১৪ সাল থেকে নরেন্দ্র মোদিকে অনুসরণ করছি। বিজেপি সরকারের আমলে ভারতে অনেক পরিবর্তন এসেছে। এমন অনেক উন্নয়নমূলক পদক্ষেপ বিজেপি সরকার নিয়েছে যা অন্য কোনও সরকার নিতে পারেনি। এমন ছোট ছোট অনেক কিছু জিনিস আমায় আকর্ষণ করেছে।’
5/8

গত ১৭ ফেব্রুয়ারি বিজেপিতে যোগ দেন অভিনেতা যশ দাশগুপ্ত। দিদির আর্শীবাদ নিয়েই কাজ করার জন্য তিনি বিজেপিতে নাম লেখান বলে জানান। বিজেপি তরুণদের কাজ করার সুযোগ দেয় বলেই তিনি নাম লিখিয়েছেন, বলেন যশ।
6/8

গত ২৪ ফেব্রুয়ারি তৃণমূলে যোগ দিয়ে কৌশানী মুখোপাধ্যায় বলেন, আমায় দেখে অনেকে এগিয়ে আসুক। যারা ঘরের ভেতরে দিদিকে সমর্থন করেন, তাঁরা এগিয়ে আসুন।
7/8

গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন রুদ্রনীল ঘোষ। একসময় বামপন্থী হিসেবে পরিচিত ছিলেন তিনি। পরে তৃণমূল সরকারের আমলে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন।
8/8

একসময় তৃণমূলের পদাধিকারী অভিনেতা চট্টোপাধ্যায়ও সম্প্রতি দলবদলে যোগ দিয়েছেন বিজেপি শিবিরে।
Published at : 04 Mar 2021 12:16 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
