এক্সপ্লোর
BJP Manifesto: মেট্রো যাবে শ্রীরামপুর, ধুলাগড়, কল্যাণী...রেশনে চাল-গম ১ টাকায়, বিজেপির ইস্তেহার হাইলাইটস
1/7

২১ ক্ষমতা দখলে মরিয়া বিজেপি, বারবার প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ার। কিন্তু কেমন হবে সেই সোনার বাংলা? রবিবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে বিজেপির দাবি, এটাই তাঁদের সোনার বাংলার সঙ্কল্প পত্র। Photo Courtesy: BJP/Twitter Handle
2/7

কী রয়েছে তাতে? বিজেপির ইস্তেহারে বলা হয়েছে,প্রথম মন্ত্রিসভার বৈঠকেই শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।রাজ্য সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ। কেজি থেকে পিজি পর্যন্ত মহিলাদের বিনামূল্যে পড়াশোনা। ‘কিষাণ সম্মান নিধি’তে কৃষকদের বছরে ১০ হাজার টাকা। ক্ষমতায় এসেই সপ্তম বেতন কমিশন কার্যকর হবে। Photo Courtesy: BJP/Twitter Handle
Published at : 21 Mar 2021 08:14 PM (IST)
আরও দেখুন






















