এক্সপ্লোর
Ai Poth Jodi Na Sesh Hoy: বাকি আর একটা দিন, সাত্যকীকে বাঁচাতে রিনির জন্য ফাঁঁদ পাতল ঊর্মি!
এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের সেট থেকে
1/9

ফের আরও এক কঠিন পরিস্থিতির মুখোমুখি ঊর্মি। সাত্যকিকে ছেড়ে চলে যাওয়ার জন্য তাকে হুমকি দিয়েছে রিনি। তার কথা না শুনলে সাত্যকীকে আইনের জালে ফাঁসানোরও হুমকি দিয়েছে সে।
2/9

রিনির কথায় রাজি হয়ে সাত্যকির বাড়ি ছেড়ে চলে যেতে রাজি হয় ঊর্মি। কিন্তু তাকে জোর করে বাড়িতে ফিরিয়ে আনে সাত্যকি।
3/9

সাত্যকি উর্মিকে মনে করিয়ে দেয় যে উর্মি কথা দিয়েছিল তার পরিবার ও তার পাশে দাঁড়াবে। কখনও নিজের কথাকে মিথ্যে প্রমাণিত হতে দেয় না ঊর্মি।
4/9

ঊর্মি রিনির সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নেয়। রিনিকে বাড়ি থেকে বের করে দেওয়ার চ্যালেঞ্জ জানায় ঊর্মি। রিনির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করে উর্মি কিন্তু রিনি যথেষ্ট প্রমাণ নিয়ে বার বার মিথ্যে প্রমাণিত করতে থাকে ঊর্মিকে।
5/9

কোর্টে যাওয়ার একদিন আগে রিনিকে ফাঁসানোর ফাঁদ পাতে উর্মি। তার ফাঁদে কী পা দেবে রিনি? উত্তর দেবে ধারাবাহিকের গল্প।
6/9

এর আগে পরিবারে করবা চৌথের আয়োজন করেছিল ঊর্মি। ভারি গয়না ও লেহঙ্গায় সেজেছিলেন পরিবারের সবাই। আর সবচেয়ে বেশি সেজেছিলেন অবশ্য ধারাবাহিকের নায়িকা খোদ। ঊর্মি সরকার ওরফে অন্বেষা হাজরা।
7/9

পরিবারের সবাই এই লড়াইয়ে ঊর্মির পাশে রয়েছে। বাড়ির মেয়ের মতোই ঊর্মিকে ভালোবাসে সবাই।
8/9

সবার সামনে কী রিনির মুখোশ খুলে দিতে পারবে ঊর্মি? সাত্যকিকে বাঁচাতে পারবে বিপদের হাত থেকে? উত্তর দেবে ধারাবাহিকের আগামী পর্ব।
9/9

ঊর্মির পাতা ফাঁদে কীভাবে খুলবে রিনির মুখোশ? সাত্যকিই বা কি করবে? উত্তর মিলবে গল্পে।
Published at : 28 Jan 2022 12:55 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























