এক্সপ্লোর
Alia Bhatt about Raha: সকালে উঠেই প্রথম কাজ রাহাকে আদর, মেয়ের জন্য কী কী বদল এল আলিয়ার জীবনে?
Actress Alia Bhatt: সম্প্রতি একটি সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, মা হওয়ার আগে নিয়মিত শরীরচর্চা করতেন তিনি। তবে জীবনে রাহা আসার পরে, মেয়েকে আদর করাই তাঁর মূল লক্ষ্য
![Actress Alia Bhatt: সম্প্রতি একটি সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, মা হওয়ার আগে নিয়মিত শরীরচর্চা করতেন তিনি। তবে জীবনে রাহা আসার পরে, মেয়েকে আদর করাই তাঁর মূল লক্ষ্য](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/19/e620e1c5703ccf1e9d6e785993ffd3de169243085755149_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একদিকে কেরিয়ার, অন্যদিকে সংসার, নতুন মাতৃত্ব.. দুইই দিব্য ব্যালন্স করে চলছেন অভিনেত্রী আলিয়া ভট্ট
1/10
![একদিকে কেরিয়ার, অন্যদিকে সংসার, নতুন মাতৃত্ব.. দুইই দিব্য ব্যালন্স করে চলছেন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। সত্য মুক্তি পেয়েছে নতুন ছবি, আপাতত সাফল্যে ভাসছেন পর্দার 'রানি'।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/19/5641334043b97117f9ead1a7985a935d6384d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একদিকে কেরিয়ার, অন্যদিকে সংসার, নতুন মাতৃত্ব.. দুইই দিব্য ব্যালন্স করে চলছেন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। সত্য মুক্তি পেয়েছে নতুন ছবি, আপাতত সাফল্যে ভাসছেন পর্দার 'রানি'।
2/10
![তবে জীবনে রাহা আসার পরে, বদলে গিয়েছে অভিনেত্রীর জীবন। আলিয়া ফিটনেস ফ্রিক।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/19/5e85a4e5b3fe54abbef741e8751b2fd7f3e8d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে জীবনে রাহা আসার পরে, বদলে গিয়েছে অভিনেত্রীর জীবন। আলিয়া ফিটনেস ফ্রিক।
3/10
![যেমন চমক লাগায় তাঁর ওজন ঝরানো, তেমনই মেয়ে জন্মানোর পরে মাত্র ৪ মাসে ওজন কমিয়ে ফেলেছিলেন আলিয়া। কিন্তু, বর্তমানে, শরীরচর্চার আগে, আলিয়া গুরুত্ব দেন রাহাকে!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/19/084d8fe8ca1553401e73b654b78707d2100db.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যেমন চমক লাগায় তাঁর ওজন ঝরানো, তেমনই মেয়ে জন্মানোর পরে মাত্র ৪ মাসে ওজন কমিয়ে ফেলেছিলেন আলিয়া। কিন্তু, বর্তমানে, শরীরচর্চার আগে, আলিয়া গুরুত্ব দেন রাহাকে!
4/10
![সম্প্রতি একটি সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, মা হওয়ার আগে নিয়মিত শরীরচর্চা করতেন তিনি। তবে জীবনে রাহা আসার পরে, মেয়েকে আদর করাই তাঁর মূল লক্ষ্য।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/19/05f1e4d9e91bfb6fca5b503f585de92d19321.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সম্প্রতি একটি সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছেন, মা হওয়ার আগে নিয়মিত শরীরচর্চা করতেন তিনি। তবে জীবনে রাহা আসার পরে, মেয়েকে আদর করাই তাঁর মূল লক্ষ্য।
5/10
![রোজ সকালে উঠে, রাহাকে কিছুটা সময় ধরে আদর করা, তাঁর সঙ্গে খেলা, সময় কাটানোই আলিয়ার প্রধান লক্ষ্য। তার জন্য যদি আলিয়াকে কিছুটা সময় শরীরচর্চার সময় ব্যায় করতে, তাতেও আপত্তি নেই নতুন মায়ের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/19/0382c415e6589f699ac86f01e48a685642bbe.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রোজ সকালে উঠে, রাহাকে কিছুটা সময় ধরে আদর করা, তাঁর সঙ্গে খেলা, সময় কাটানোই আলিয়ার প্রধান লক্ষ্য। তার জন্য যদি আলিয়াকে কিছুটা সময় শরীরচর্চার সময় ব্যায় করতে, তাতেও আপত্তি নেই নতুন মায়ের।
6/10
![প্রিয় মানুষ ও মেয়েকে নিয়ে দিব্যি সংসার করছেন তিনি, সুস্থ আছেন, এটাই তো বড় কথা। নায়িকাসত্ত্বা চেয়েও এখন তাঁর কাছে বড় মা সত্ত্বা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/19/fc494bd7c5c043de50bf470cb112bd25d73c1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রিয় মানুষ ও মেয়েকে নিয়ে দিব্যি সংসার করছেন তিনি, সুস্থ আছেন, এটাই তো বড় কথা। নায়িকাসত্ত্বা চেয়েও এখন তাঁর কাছে বড় মা সত্ত্বা।
7/10
![অন্যদিকে, শুক্রবার ইনস্টাগ্রামে করিনার সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন আলিয়া। কেবল দুই অভিনেত্রী নয়, করিনার সঙ্গে পারিবারিক সম্পর্কও রয়েছে আলিয়ার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/19/894981c70522be10bf9a259773d91e880238e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অন্যদিকে, শুক্রবার ইনস্টাগ্রামে করিনার সঙ্গে একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন আলিয়া। কেবল দুই অভিনেত্রী নয়, করিনার সঙ্গে পারিবারিক সম্পর্কও রয়েছে আলিয়ার।
8/10
![পর্দার 'রানি'-র স্বামী রণবীর কপূর (Ranbir Kapoor) করিনার ভাই। তবে, দুই অভিনেত্রীর মধ্যে ভাল রসায়ন থাকলেও পর্দায় তাঁদের কখনও একসঙ্গে দেখা যায়নি তাঁদের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/19/658396152fdee4c0ca9e07b5e40fd64c800f1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পর্দার 'রানি'-র স্বামী রণবীর কপূর (Ranbir Kapoor) করিনার ভাই। তবে, দুই অভিনেত্রীর মধ্যে ভাল রসায়ন থাকলেও পর্দায় তাঁদের কখনও একসঙ্গে দেখা যায়নি তাঁদের।
9/10
![এর আগে, 'উড়তা পাঞ্জাব' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের, তবে পর্দা ভাগ করে নেননি তাঁরা। দুজনকেই দেখা গিয়েছিল গল্পের আলাদা আলাদা অধ্যায়ে। তবে সদ্য শেয়ার করা ছবিগুলি দেখে মনে হল, শ্যুটিং ফ্লোরেই রয়েছেন তাঁরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/19/be60a6b30793966da5456855490c518411667.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এর আগে, 'উড়তা পাঞ্জাব' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের, তবে পর্দা ভাগ করে নেননি তাঁরা। দুজনকেই দেখা গিয়েছিল গল্পের আলাদা আলাদা অধ্যায়ে। তবে সদ্য শেয়ার করা ছবিগুলি দেখে মনে হল, শ্যুটিং ফ্লোরেই রয়েছেন তাঁরা।
10/10
![এই শ্যুটিং সম্পর্কে বিশেষ কোনও তথ্য না দিলেও বোঝা যায়, কোনও বিজ্ঞাপনের জন্যই শ্যুটিং সারছেন তাঁরা। নজর কাড়ে আলিয়ার ক্যাপশন। করিনার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে নিয়ে আলিয়া লিখেছেন, 'এর থেকে ভাল আর কিছু হতেই পারে না। আচ্ছা, কেউ কি আমাদের দুজনকে কোনও একটি ছবিতে একসঙ্গে কাস্ট করতে পারেন। তবে আমরা অবশ্য সেটে অবসর সময়টা একে অপরের আয়না হয়েই কাটিয়ে দেব।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/19/1c0019b7fa1032a1efb0ab7786996f6e75dfa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই শ্যুটিং সম্পর্কে বিশেষ কোনও তথ্য না দিলেও বোঝা যায়, কোনও বিজ্ঞাপনের জন্যই শ্যুটিং সারছেন তাঁরা। নজর কাড়ে আলিয়ার ক্যাপশন। করিনার সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে নিয়ে আলিয়া লিখেছেন, 'এর থেকে ভাল আর কিছু হতেই পারে না। আচ্ছা, কেউ কি আমাদের দুজনকে কোনও একটি ছবিতে একসঙ্গে কাস্ট করতে পারেন। তবে আমরা অবশ্য সেটে অবসর সময়টা একে অপরের আয়না হয়েই কাটিয়ে দেব।'
Published at : 19 Aug 2023 01:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)