এক্সপ্লোর
Amropali: বোলপুরে জমে উঠেছে ত্রিকোণ প্রেম! কী চলছে 'আম্রপালি'র শ্যুটিং সেটে?

বোলপুরে জমে উঠেছে ত্রিকোণ প্রেম!
1/10

বোলপুরে শুরু হয়েছে পরিচালক রাজা চন্দর ছবি 'আম্রপালি'র শ্যুটিং।
2/10

'আম্রপালি'তে কয়েকটি মুখ্য় চরিত্রে অভিনয় করছেন সোমরাজ ,বনি সেনগুপ্ত ও আয়ূষী তালুকদার।
3/10

এই ছবির চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই।
4/10

ছবিতে প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করছেন সোমরাজ ও আয়ূষী।
5/10

একটি ত্রিকোণ প্রেমের গল্পকে কেন্দ্র করে এগিয়েছে এই ছবি।
6/10

এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সুদীপ মুখোপাধ্য়ায়।
7/10

সূত্রের খবর অনুযায়ী ছবিতে বেশ ভিন্ন একটি চরিত্রে দেখা মিলবে বনি সেনগুপ্তর।
8/10

শোনাযাচ্ছে এই ছবির বেশ কিছু অংশের শুটিং হতে পারে উত্তরবঙ্গেও।
9/10

প্রেমের পাশাপাশি এই ছবিতে রাজনীতির ছোঁয়াও পাবেন দর্শক।
10/10

সোমরাজ-আয়ূষী অফস্ক্রিন রোম্য়ান্স অনস্ক্রিন কতটা জমে ওঠে এখন অপেক্ষা সেটাই দেখার।
Published at : 26 Nov 2021 06:58 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
বিনোদনের
জেলার
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
