এক্সপ্লোর
Aparajito: অপরাজিত রায় ও বিমলার লুকে জিতু-সায়নী, অনীক দত্তের নতুন ছবির সাদা-কালো অ্যালবাম

পর্দায় জিতু ও সায়নী
1/9

ছবির নায়কের লুক নিয়ে শোরগোল পড়েছিল আগেই। আর এবার ছবি মুক্তির আগেই প্রকাশ্যে এল নায়িকার লুক।
2/9

অনীক দত্তের নতুন ছবি 'অপরাজিত'-তে জিতু কমলের বিপরীতে অভিনয় করেছেন অভিনেত্রী সায়নী ঘোষ। অপরাজিত-র স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাঁকে, চরিত্রের নাম বিমলা।
3/9

সোশ্যাল মিডিয়ায় নিজের মোট ৪টি ছবি শেয়ার করে নিয়েছেন সায়নী। প্রত্যেক ছবিতেই সায়নীর পরনে তাঁতের বা সিল্কের চওড়া পাড়ের শাড়ি, আলগা করে বাঁধা হাতখোঁপা আর নিতান্ত হালকা গয়না।
4/9

কোনও ছবিতে আবার তাঁর গায়ে বা হাতে দেখা গেল শাড়ির ওপরে পরার শীতের পোশাক লম্বা কোট।
5/9

রাজনীতিতে যোগদানের পরে এই ছবির হাত ধরেই ফের রুপোলি পর্দায় ফিরছেন সায়নী। সোশ্যাল মিডিয়ায় তাঁর ছবি দেখে অনেকেই প্রশংসা করেছেন অভিনেত্রীর।
6/9

অন্যদিকে আজ সোশ্যাল মিডিয়ায় জিতুর 'অপরাজিত রায়' হয়ে ওঠার গল্প প্রকাশ্যে এনেছেন স্ত্রী নবনীতা।
7/9

পর্দায় সত্যজিৎ রায় হয়ে ওঠা নেহাত সহজ নয়। 'অপরাজিত' (Aparajito) হতে গিয়ে পদে পদে সেই মাসুলই দিয়েছেন জিতু কমল (Jeetu Kamal)। কেবল প্রস্থেটিক মেকআপ নয়, নিজের দাঁতকেও রীতিমতো ঘষামাজা করতে হয়েছিল তাঁকে!
8/9

সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ারও করে নিয়েছিলেন নবনীতা। সেখানে জিতুর ছবির সঙ্গে সত্যজিৎ রায়ের দাঁতের বেশ মিল চোখে পড়েছে। তবে এই কথা প্রকাশ্যে আনেননি জিতু। বরাবরই তিনি চাপা স্বভাবে।
9/9

। কিভাবে তাঁর কাছে এই ছবির কাজের অফার এসেছিল? এবিপি লাইভকে জিতু বলছেন, 'এই কাজের প্রস্তাবটা অনেকগুলো স্তর পেরিয়ে আমার কাছে আসে। আমার প্রথমে সত্যজিৎ রায়ের অল্প বয়সের চরিত্রটা করার কথা ছিল। খুব সাগ্রহে রাজি হই। এটাও বলেছিলাম যে কোনও পারিশ্রমিক ছাড়াই আমি অভিনয় করতে রাজি আছি কারণ বিশেষ কোনও সিন ছিল না। তারপর লুক সেট হওয়ার পর অনীক দা (পরিচালক অনীক দত্ত) প্রচণ্ড লড়াই করেন আমার জন্য। সেটা আমি বলে বোঝাতে পারব না যে অনীক দা কতটা মন থেকে চেয়েছিলেন যে আমিই এই চরিত্রটা করি। সেই কারণে আমি চিরকৃতজ্ঞ ওঁর কাছে। '
Published at : 22 Apr 2022 09:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
