এক্সপ্লোর
Tadap Movie Premiere: তড়়পের প্রিমিয়ারে কাপল গোল, রেড কার্পেটে ফ্রেমবন্দি রাহুল-আথিয়া

ফ্রেমবন্দি রাহুল-আথিয়া
1/9

রোম্যান্টির অ্যাকশন থ্রিলার 'তড়প' দিয়ে বলিউডে ডেবিউ করতে চলেছেন সুনীল শেট্টির ছেলে অহন শেট্টি।
2/9

ছবির প্রিমিয়রে দেখা গেল অহনের বোন আথিয়া ও তাঁর প্রেমিক ভারতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার কে এল রাহুলকে।
3/9

নিজেদের সম্পর্কের বিষয়ে বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছেন ২ জনে। এবার রেড কার্পেটেও একসঙ্গে দেখা গেল তাঁদের।
4/9

রাহুল ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে যখন সফর করেন, তখনও আথিয়া তাঁর সঙ্গে অনেক সফরেই গিয়েছেন।
5/9

ছবির প্রিমিয়রে এসেছিলেন আথিয়া ও অহনের বাবা বলিউড তারকা সুনীল শেট্টি।
6/9

আথিয়ার জন্মদিনে তাঁর সঙ্গে দুটো ছবি পোস্ট করেছেন রাহুল তাঁর ইনস্টাগ্রামে। সেখানে তিনি লিখেছিলেন, 'শুভ জন্মদিন আমার ভালবাসা।'
7/9

তড়প ছবিটি তেলুগু ছবি 'আরএক্স ১০০' ছবির হিন্দি রিমেক। বলিউড ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করা অহন শেট্টির বিপরীতে এই ছবিতে থাকছেন তারা সুতারিয়া।
8/9

ভাইয়ের ছবির প্রিমিয়রে উপস্থিত থেকে নজর কাড়লেন আথিয়া। সবার ফোকাস ছিল রাহুলের দিকেও।
9/9

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবি বিভিন্ন পোস্টার। সেখানে দুই তারকার অনস্ক্রিন কেমিস্ট্রি চোখে পড়ার মতো। আগামী ৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে 'তড়প'।
Published at : 02 Dec 2021 06:10 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
কলকাতা
খবর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
