এক্সপ্লোর
Bollywood: 'জওয়ান' ছবিতে নয়নতারার অ্যাকশনে মুগ্ধ? ১০ নায়িকা যাঁরা নজর কেড়েছেন 'ফাইটিং' দৃশ্যে
Nayanthara: অ্যাটলি পরিচালিত শাহরুখ খান অভিনীত 'জওয়ান'-এ পুলিশের চরিত্রে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে। তাঁর অ্যাকশন দৃশ্য এখনই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দেখে নেওয়া যাক ১০ নায়িকার অ্যাকশন চরিত্র।

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/9

আলিয়া ভট্ট - একের পর এক নতুন ধরনের চরিত্রে নজর কাড়েন আলিয়া। সম্প্রতি হলিউডে পা রেখেছেন। 'হার্ট অফ স্টোন' ছবিতে স্টান্ট করতে দেখা গেছে তাঁকে।
2/9

মাধুরী দীক্ষিত - বলিউডের 'ডান্সিং ক্যুইন' বেশ কিছু স্টান্ট করেছিলেন 'গুলাব গ্যাং' ছবির জন্য।
3/9

সোনাক্ষী সিন্হা - একাধিক দুর্দান্ত ফাইটিং দৃশ্যে নজর কেড়েছেন সোনাক্ষী। ছবির নাম 'আকিরা'।
4/9

তাপসী পান্নু - 'নাম শাবানা' ছবিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যায়। এছাড়া তাঁকে 'বেবি' ছবিতেও ফাইট সিক্যোয়েন্সে দেখা গিয়েছিল।
5/9

ক্যাটরিনা কাইফ - অ্যাকশন দৃশ্যের প্রসঙ্গ এলে ক্যাটের নাম ভোলা যাবে না। 'টাইগার জিন্দা হ্যায়' ছবিতে অ্যাকশন করেছেন তিনি।
6/9

রানি মুখোপাধ্যায় - সিনিয়র ইনস্পেক্টর শিবানী শিবাজি রায়কে মনে আছে? খালি হাতেই কুপোকাত করেছিলেন গুণ্ডাদের। 'মরদানি' ছবিতে নজর কাড়েন রানি।
7/9

দীপিকা পাড়ুকোন - চলতি বছরের শুরুতেই 'পাঠান' ছবিতে ফাটাফাটি অ্যাকশন করতে দেখা যায় দীপিকাকে। প্রসঙ্গত, 'জওয়ান' ছবিতেও ক্যামিও চরিত্রে অ্যাকশন করবেন তিনি।
8/9

প্রিয়ঙ্কা চোপড়া - একাধিক ছবিতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন পিগি চপস। তার মধ্যে 'ডন' ও 'সিটাডেল' বিশেষ উল্লেখযোগ্য।
9/9

সামান্থা রুথ প্রভু - দক্ষিণী অভিনেত্রীকে বেশ কিছু ডেয়ারডেভিল স্টান্ট করতে দেখা গেছে 'যশোদা' ও 'সিটাডেল' ছবিতে।
Published at : 11 Jul 2023 06:15 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
ট্রেন্ডিং
