এক্সপ্লোর
বিয়ের পর বলিউডে পা রেখেছিলেন এই অভিনেত্রীরা
1/7

বিদ্যা মালওয়াড়ে-চক দে ইন্ডিয়া-সিনেমায় গোলরক্ষকের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তিনি ক্যাপ্টেন অরবিন্দ সিংহ বগ্গাকে বিয়ে করেছিলেন। কিন্তু ২০০০ সালে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় বিদ্যার স্বামীর। এর তিন বছর পর ইন্তেহা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক বিদ্যার।
2/7

মাহি গিল- তাঁর আসল নাম রিম্পী কউর। ১৯-২০ বছর বয়সেই তাঁর বিয়ে হয়ে গিয়েছিল। তাঁর কেরিয়ারের প্রথম সিনেমা হাওয়ায়েঁ। কিন্তু কেরিয়ারে পরিচিতি পেয়েছিলেন অনুরাগ কাশ্যপের দেব ডি সিনেমার মাধ্যমে। এই সিনেমায় পারো-র চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
Published at :
আরও দেখুন






















