এক্সপ্লোর
New Year 2023: ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করলেন কেউ, কেউ আবার ফ্রেমবন্দি করলেন একান্ত মুহূর্ত, নতুন বছরকে স্বাগত বলি-টলি তারকাদের
Celebrities Welcome 2023: তিন বছর ধরে অতিমারির সঙ্গে ঘর করছে গোটা বিশ্ব। নতুন বছরে নতুন ভাবে বাঁচার স্বপ্ন নিয়ে স্বাগত ২০২৩-কে। তারকারাও শামিল হলেন বর্ষবরণে।

নতুন বছরকে স্বাগত বলি-টলি তারকাদের।
1/14

বিদায় নিয়েছে ২০২২। পা রেখেছে ২০২৩। বিগত তিন বছর ধরে যে ভাবে যুঝে চলেছে গোটা বিশ্ব, নতুন বছরে তা থেকে মুক্তি মেলার আর্তি শোনা যাচ্ছে।
2/14

সেই আশা নিয়েই ২০২৩-এ পা রাখলেন সাগরপাড়ের বলিউড এবং গঙ্গাপাড়ের টলিউড তারকারাও। প্রিয়জনের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানালেন তাঁরা।
3/14

২০২২ ঘটনাবহুল থেকেছে আলিয়া ভট্ট এবং রণবীর কপূরের জন্য। প্রথমে গাঁটছড়া বাঁধেন তাঁরা। তার পর জীবনে আসে কন্যা রাহা।
4/14

এই মুহূর্তে নতুন সংসারকে নতুন বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। তার জন্য মায়ানগরীর বুকে গড়ে তুলছেন স্বপ্নের বাড়ি।
5/14

নতুন বছরকে স্বাগত জানালেন পুরনো বাড়িতে। আলিয়া-রণবীরের সঙ্গে বর্ষবরণের রাতে তাঁদের বাড়িতে ছিলেন আদিত্ রায় কপূর, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব এবং আলিয়ার দিদি শাহিনও।
6/14

তাঁদের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে সর্বত্র। নতুন বছরকে একসঙ্গেই স্বাগত জানালেন সিদ্ধার্থ মালহোত্র এবং কিয়ারা আডবানি। তাঁদের সঙ্গে জুটলেন কর্ণ জোহর এবং মণীশ মালহোত্রও।
7/14

বর্ষবরণের রাতে একত্রিত হয়েছিলেন একাধিক তারকা। আলিয়া, কর্ণ, মণীশের সঙ্গে ছিলেন রানি মুখোপাধ্যায়ও। সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন ছবি।
8/14

রুক্মিনী মৈত্র নিজের গ্ল্যামারাস ছবি শেয়ার করে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। তবে পাশে দেবকে দেখা যায়নি।
9/14

বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাও বিদেশে উড়ে গিয়েছেন। মেয়ে ভামিকাকে নিয়ে এই মুহূর্তে দুবাইয়ে রয়েছেন তাঁরা। এর আগে ২০২২-এর শেষ সূর্যোদয়ের ছবি পোস্ট করেন বিরাট। গত রাতে নিভৃতে সময় কাটান তাঁরা।
10/14

টলিপাড়ার তারকারাও বর্ষবরণকে স্বাগত জানালেন নিজস্ব স্টাইলে। আতসবাজির সামেন ঠোঁটে ঠোঁট রেখে ২০২৩-কে স্বাগত জানালেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
11/14

মুম্বইয়ে নিজেদের বাড়িতেই বর্ষবরণ কাটালেন শাহিদ কপূর এবং মীরা রাজপুত কপূর। আরব সাগরকে ব্যাকগ্রাউন্ডে রেখে বছরের শেষ সূর্যাস্তের ছবিও শেয়ার করেন।
12/14

স্ত্রী নাতাশার সঙ্গেই বর্ষবরণ কাটালেন বরুণ ধওয়ান। তাঁদের সঙ্গে যোগ দেন অর্জুন কপূর এবং মালাইকা অরোরা। ছবি শেয়ার করেছেন বরুণ।
13/14

নতুন বছর সকলের ভাল কাটুক, ভাল সকলের, শুভেচ্ছা জানিয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়ও। ফ্যামিলি পিকচারের পরিবর্তে নিজের ছবিই শুধু শেয়ার করেছেন।
14/14

স্বামী সইফ আলি খান এবং দুই সন্তানকে নিয়ে সুইৎজারল্য়ান্ড উড়ে গিয়েছেন করিনা কপূর খান। সেখানেই বর্ষবরণ কাটল তাঁদের। নিজের ছবি এবং ছেলে তৈমুকের স্কিয়িং-এর ভিডিও-ও পোস্ট করেছেন করিনা।
Published at : 01 Jan 2023 11:35 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
