এক্সপ্লোর
Bollywood Couple Divorce Rumours: সিনে জগতের এই তারকা দম্পতিদের বিচ্ছেদের গুঞ্জন ঘুম কেড়েছিল অনুরাগীদের
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/24/1798215aa08e442bc77478a55de46704_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
1/10
![টিনসেল টাউনের খবরে কান পাতলেই কিছুদিন আগেই শোনা যাচ্ছিল বিচ্ছেদ হতে পারে প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের। এই গুজবে কান দিয়েই চিন্তায় দিন কেটেছে একাধিক অনুরাগীর। সেরকমই কিছু তারকা দম্পতির তালিকা রইল, যাঁদের বিচ্ছেদের গুঞ্জন রাতের ঘুম কেড়েছিল ফ্যানেদের। তবে সেই সমস্ত রটনায় জল ঢেলে একসঙ্গেই থেকেছেন এই দম্পতিরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/24/b1186171bc19af42444b0bda024b1f507c798.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
টিনসেল টাউনের খবরে কান পাতলেই কিছুদিন আগেই শোনা যাচ্ছিল বিচ্ছেদ হতে পারে প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের। এই গুজবে কান দিয়েই চিন্তায় দিন কেটেছে একাধিক অনুরাগীর। সেরকমই কিছু তারকা দম্পতির তালিকা রইল, যাঁদের বিচ্ছেদের গুঞ্জন রাতের ঘুম কেড়েছিল ফ্যানেদের। তবে সেই সমস্ত রটনায় জল ঢেলে একসঙ্গেই থেকেছেন এই দম্পতিরা।
2/10
![প্রিয়ঙ্কা চোপড়া - নিক জোনাস: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নামের পাশ থেকে নিকের পদবী সরিয়েছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। তারপরেই তোলপাড় সোশ্যাল দুনিয়া। এরপরই গুজব ছড়ায় তাহলে কি বিয়ে ভাঙতে চলেছে নিক-প্রিয়ঙ্কার? যদিও অভিনেত্রীর পরবর্তী পোস্টে স্পষ্ট যে তারকা দম্পতি তাঁদের বিবাহিত জীবন ভালই উপভোগ করছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/24/d7b9a1a0c37c5e6621071e8d6c145f9d77fa6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রিয়ঙ্কা চোপড়া - নিক জোনাস: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নামের পাশ থেকে নিকের পদবী সরিয়েছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। তারপরেই তোলপাড় সোশ্যাল দুনিয়া। এরপরই গুজব ছড়ায় তাহলে কি বিয়ে ভাঙতে চলেছে নিক-প্রিয়ঙ্কার? যদিও অভিনেত্রীর পরবর্তী পোস্টে স্পষ্ট যে তারকা দম্পতি তাঁদের বিবাহিত জীবন ভালই উপভোগ করছেন।
3/10
![শিল্পা শেট্টি - রাজ কুন্দ্রা: পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতারির পর সোশ্যাল মিডিয়ায় রটে যায় যে চিড় ধরতে চলেছে তাঁদের দাম্পত্য জীবন। শুরুর দিকে শিল্পা শেট্টির মৌনতা এই জল্পনায় ঘি ঢালে। পরবর্তীকালে এই রটনাকে অসত্য প্রমাণ করে সম্প্রতি তাঁরা ১২ বছরের বিবাহবার্ষিকীও পালন করেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/24/83706565ccd98afc894a93e9b72d2d6ed1649.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শিল্পা শেট্টি - রাজ কুন্দ্রা: পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতারির পর সোশ্যাল মিডিয়ায় রটে যায় যে চিড় ধরতে চলেছে তাঁদের দাম্পত্য জীবন। শুরুর দিকে শিল্পা শেট্টির মৌনতা এই জল্পনায় ঘি ঢালে। পরবর্তীকালে এই রটনাকে অসত্য প্রমাণ করে সম্প্রতি তাঁরা ১২ বছরের বিবাহবার্ষিকীও পালন করেন।
4/10
![কাজল - অজয় দেবগন: এই 'পাওয়ার কাপল'ও একসময় বিচ্ছেদের রটনার সম্মুখীন হয়। শোনা যায়, কঙ্গনা রানাউতের সঙ্গে অজয় দেবগনের সান্নিধ্য বিশেষ পছন্দ করতেন না কাজল। ২০১০ সালে এই খবর রটে এবং তখনই বিচ্ছেদের গুঞ্জনও শোনা যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/24/70bb124c0c44261d8474aa34549b4083caade.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কাজল - অজয় দেবগন: এই 'পাওয়ার কাপল'ও একসময় বিচ্ছেদের রটনার সম্মুখীন হয়। শোনা যায়, কঙ্গনা রানাউতের সঙ্গে অজয় দেবগনের সান্নিধ্য বিশেষ পছন্দ করতেন না কাজল। ২০১০ সালে এই খবর রটে এবং তখনই বিচ্ছেদের গুঞ্জনও শোনা যায়।
5/10
![অক্ষয় কুমার - ট্যুইঙ্কল খন্না: শোনা যায়, এক বিলাসবহুল হোটেলের লবিতে স্বামী অক্ষয় কুমারকে চড় মেরেছিলেন স্ত্রী ট্যুইঙ্কল খন্না। কারণ হিসেবে শোনা যায়, সেই সময়ে অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল অক্ষয়ের। তবে সেই গুজবে জল ঢেলে আপাতত বেশ সুখেই দিন কাটাচ্ছেন এই দম্পতি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/24/8258bb7a6b0a7e05ea65d9b0813baf1b25210.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অক্ষয় কুমার - ট্যুইঙ্কল খন্না: শোনা যায়, এক বিলাসবহুল হোটেলের লবিতে স্বামী অক্ষয় কুমারকে চড় মেরেছিলেন স্ত্রী ট্যুইঙ্কল খন্না। কারণ হিসেবে শোনা যায়, সেই সময়ে অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল অক্ষয়ের। তবে সেই গুজবে জল ঢেলে আপাতত বেশ সুখেই দিন কাটাচ্ছেন এই দম্পতি।
6/10
![অমিতাভ বচ্চন - জয়া বচ্চন: তাঁদের নিয়েও বিবাহবিচ্ছেদের গুজব রটে। বলিউডের প্রবীণ তারকা রেখার সঙ্গে প্রেমের সম্পর্কের গুজব মাঝেই বিগ-বি ও জয়া বচ্চনের বিচ্ছেদের কথা শোনা যায়। যদিও সমস্ত গুজব অস্বীকার করেন তাঁরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/24/08b3c5b329f9bad8fd9bd95699f68ab4bdcd0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অমিতাভ বচ্চন - জয়া বচ্চন: তাঁদের নিয়েও বিবাহবিচ্ছেদের গুজব রটে। বলিউডের প্রবীণ তারকা রেখার সঙ্গে প্রেমের সম্পর্কের গুজব মাঝেই বিগ-বি ও জয়া বচ্চনের বিচ্ছেদের কথা শোনা যায়। যদিও সমস্ত গুজব অস্বীকার করেন তাঁরা।
7/10
![রুবিনা দিলায়েক - অভিনব শুক্ল: 'বিগ বস ১৪'-এ পৌঁছনোর আগে শোনা যায় রুবিনা ও অভিনবের সম্পর্কের অবনতি ঘটেছে। ২০১৮ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দম্পতি সেই সময়ে সম্পর্কের অবনতির কথা স্বীকারও করেন। এও তাঁরা জানান যে সব ঠিক না হলে ডিভোর্স ছিল অবশ্যম্ভাবী। কিন্তু এরপর নিজেদের মধ্যে বোঝাপড়ার ফলে সমস্ত সমস্যা মিটিয়ে নেন তাঁরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/24/f2616521ddda4ed5bee7abf65b5664ae51f07.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রুবিনা দিলায়েক - অভিনব শুক্ল: 'বিগ বস ১৪'-এ পৌঁছনোর আগে শোনা যায় রুবিনা ও অভিনবের সম্পর্কের অবনতি ঘটেছে। ২০১৮ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দম্পতি সেই সময়ে সম্পর্কের অবনতির কথা স্বীকারও করেন। এও তাঁরা জানান যে সব ঠিক না হলে ডিভোর্স ছিল অবশ্যম্ভাবী। কিন্তু এরপর নিজেদের মধ্যে বোঝাপড়ার ফলে সমস্ত সমস্যা মিটিয়ে নেন তাঁরা।
8/10
![শত্রুঘ্ন সিংহ - পুনম সিংহ: অভিনেত্রী রীনা রায়ের সঙ্গে শত্রুঘ্ন সিংহের সম্পর্কের কথা মোটামুটি সকলেরই জানা। শোনা যায় সেই কারণেই পুনম সিংহের সঙ্গে বিয়ের পরও তাঁদের মধ্যে নানাবিধ সমস্যা দেখা যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/24/2087b207423909cc8542d5090a593d16e7d8e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শত্রুঘ্ন সিংহ - পুনম সিংহ: অভিনেত্রী রীনা রায়ের সঙ্গে শত্রুঘ্ন সিংহের সম্পর্কের কথা মোটামুটি সকলেরই জানা। শোনা যায় সেই কারণেই পুনম সিংহের সঙ্গে বিয়ের পরও তাঁদের মধ্যে নানাবিধ সমস্যা দেখা যায়।
9/10
![দিলীপ কুমার - সায়রা বানু: এই তারকা দম্পতির বিয়ের সময়ে দিলীপ কুমার ছিলেন ৪৪ বছর বয়সী এবং সায়রা বানুর বয়স ছিল ২২। তবে বিয়ের পর আসমা রেহমানের প্রেমে পড়েন দিলীপ কুমার। সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে আসমাকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই বিয়ে টেকেনি। এরপর শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত দিলীপ কুমারের সঙ্গে ছিলেন সায়রা বানুই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/24/6b9eb52fbaa05cf994ea4475dbd306a5081b8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দিলীপ কুমার - সায়রা বানু: এই তারকা দম্পতির বিয়ের সময়ে দিলীপ কুমার ছিলেন ৪৪ বছর বয়সী এবং সায়রা বানুর বয়স ছিল ২২। তবে বিয়ের পর আসমা রেহমানের প্রেমে পড়েন দিলীপ কুমার। সায়রা বানুর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে আসমাকে বিয়ে করেন তিনি। কিন্তু সেই বিয়ে টেকেনি। এরপর শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত দিলীপ কুমারের সঙ্গে ছিলেন সায়রা বানুই।
10/10
![নম্রতা শিরোদকর - মহেশ বাবু: এই দম্পতি ১৪ বছর একসঙ্গে রয়েছেন। মাঝে একবার তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। শোনা যায় সেই সময় ছেলেকে নিয়ে হায়দরাবাদ ছেড়ে মুম্বই এসে থাকতেন নম্রতা। তাঁদের বিচ্ছেদের গুজবও রটে যায় সেই সময়। তবে বছর খানেক আলাদা থাকার পর ফের একসঙ্গে বোঝাপড়া করে নেন এই দম্পতি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/24/37689fea63e284722c6159b42fcdd2679c2df.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নম্রতা শিরোদকর - মহেশ বাবু: এই দম্পতি ১৪ বছর একসঙ্গে রয়েছেন। মাঝে একবার তাঁদের সম্পর্কের অবনতি ঘটে। শোনা যায় সেই সময় ছেলেকে নিয়ে হায়দরাবাদ ছেড়ে মুম্বই এসে থাকতেন নম্রতা। তাঁদের বিচ্ছেদের গুজবও রটে যায় সেই সময়। তবে বছর খানেক আলাদা থাকার পর ফের একসঙ্গে বোঝাপড়া করে নেন এই দম্পতি।
Published at : 24 Nov 2021 09:35 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)