এক্সপ্লোর
Bollywood Couple Divorce Rumours: সিনে জগতের এই তারকা দম্পতিদের বিচ্ছেদের গুঞ্জন ঘুম কেড়েছিল অনুরাগীদের
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
1/10

টিনসেল টাউনের খবরে কান পাতলেই কিছুদিন আগেই শোনা যাচ্ছিল বিচ্ছেদ হতে পারে প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাসের। এই গুজবে কান দিয়েই চিন্তায় দিন কেটেছে একাধিক অনুরাগীর। সেরকমই কিছু তারকা দম্পতির তালিকা রইল, যাঁদের বিচ্ছেদের গুঞ্জন রাতের ঘুম কেড়েছিল ফ্যানেদের। তবে সেই সমস্ত রটনায় জল ঢেলে একসঙ্গেই থেকেছেন এই দম্পতিরা।
2/10

প্রিয়ঙ্কা চোপড়া - নিক জোনাস: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের নামের পাশ থেকে নিকের পদবী সরিয়েছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। তারপরেই তোলপাড় সোশ্যাল দুনিয়া। এরপরই গুজব ছড়ায় তাহলে কি বিয়ে ভাঙতে চলেছে নিক-প্রিয়ঙ্কার? যদিও অভিনেত্রীর পরবর্তী পোস্টে স্পষ্ট যে তারকা দম্পতি তাঁদের বিবাহিত জীবন ভালই উপভোগ করছেন।
Published at : 24 Nov 2021 09:35 AM (IST)
আরও দেখুন






















