এক্সপ্লোর
Ganesh Chaturthi 2023: মুকেশ আম্বানির বাড়িতে গণপতির আরাধনা, হাজির সিনেমা-খেলা-রাজনৈতিক জগতের তারকারা
Ganesh Chaturthi: মঙ্গলবার 'অ্যান্টিলা'য় পৌঁছলেন একের পর এক বলিউড তারকা। শাহরুখ খান, সলমন খান, আলিয়া ভট্ট, জাহ্নবী কপূর, অনিল কপূর প্রমুখ।
![Ganesh Chaturthi: মঙ্গলবার 'অ্যান্টিলা'য় পৌঁছলেন একের পর এক বলিউড তারকা। শাহরুখ খান, সলমন খান, আলিয়া ভট্ট, জাহ্নবী কপূর, অনিল কপূর প্রমুখ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/20/725497ef78a322bca49885f8b1bfce261695202837278229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি সৌজন্য: 'এক্স'
1/9
![মঙ্গলবার গণেশ বন্দনায় মাতে গোটা দেশ। প্রত্যেকবারের মতোই এবারও জাঁকজমকপূর্ণ গজানন আরাধনার আয়োজন করে মুম্বইয়ে আম্বানি পরিবার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/20/7a4b3175d4d8075a3147e39fd027ace95e16f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মঙ্গলবার গণেশ বন্দনায় মাতে গোটা দেশ। প্রত্যেকবারের মতোই এবারও জাঁকজমকপূর্ণ গজানন আরাধনার আয়োজন করে মুম্বইয়ে আম্বানি পরিবার।
2/9
![গতকাল সেখানে হাজির হন বলিউডের একের পর এক তাবড় তারকা। ছিলেন একাধিক রাজনীতিক, খেলোয়াড়, পুলিশ কর্তারাও। পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন আমন্ত্রিতরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/20/05a7929080f6eebf064f6c1f03144121a3220.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
গতকাল সেখানে হাজির হন বলিউডের একের পর এক তাবড় তারকা। ছিলেন একাধিক রাজনীতিক, খেলোয়াড়, পুলিশ কর্তারাও। পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন আমন্ত্রিতরা।
3/9
![মঙ্গলবার মুকেশ আম্বানির বাড়ি 'অ্যান্টিলা'য় পৌঁছলেন একের পর এক বলিউড তারকা। শাহরুখ খান, সলমন খান, আলিয়া ভট্ট, জাহ্নবী কপূর, অনিল কপূর, কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মলহোত্র, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ, শাহিদ কপূর প্রমুখ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/20/fd6fa9c20778a7dfe937d0f1e5075e7d3f082.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
মঙ্গলবার মুকেশ আম্বানির বাড়ি 'অ্যান্টিলা'য় পৌঁছলেন একের পর এক বলিউড তারকা। শাহরুখ খান, সলমন খান, আলিয়া ভট্ট, জাহ্নবী কপূর, অনিল কপূর, কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মলহোত্র, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ, শাহিদ কপূর প্রমুখ।
4/9
![শাহিদ কপূরকে দেখা গেল অনুষ্ঠানে, তবে ছিলেন না তাঁর স্ত্রী মীরা রাজপুত। প্রযোজক বনি কপূরকে দেখা গেল ছোট মেয়ে খুশি কপূরের সঙ্গে। তাঁর বড় মেয়ে, অভিনেত্রী জাহ্নবী কপূর পৌঁছলেন একাই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/20/34f38c5470e78a538b3f3f7b97dbd5443008d.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
শাহিদ কপূরকে দেখা গেল অনুষ্ঠানে, তবে ছিলেন না তাঁর স্ত্রী মীরা রাজপুত। প্রযোজক বনি কপূরকে দেখা গেল ছোট মেয়ে খুশি কপূরের সঙ্গে। তাঁর বড় মেয়ে, অভিনেত্রী জাহ্নবী কপূর পৌঁছলেন একাই।
5/9
![আলিয়া ভট্ট পৌঁছন লাল শাড়ি পরে। তাঁর সঙ্গে যোগ দেন 'ব্রহ্মাস্ত্র' পরিচালক ও ঘনিষ্ঠ বন্ধু অয়ন মুখোপাধ্যায়। যদিও আলিয়ার সঙ্গে দেখা যায়নি স্বামী ও অভিনেতা রণবীর কপূরকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/20/9fa6fb7f9091b41ddfcac2dfd481a0facdbc4.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
আলিয়া ভট্ট পৌঁছন লাল শাড়ি পরে। তাঁর সঙ্গে যোগ দেন 'ব্রহ্মাস্ত্র' পরিচালক ও ঘনিষ্ঠ বন্ধু অয়ন মুখোপাধ্যায়। যদিও আলিয়ার সঙ্গে দেখা যায়নি স্বামী ও অভিনেতা রণবীর কপূরকে।
6/9
![সলমন খানকে দেখা গেল ভাগ্নি আলিজেহ্ অগ্নিহোত্রীর সঙ্গে। গাঢ় রঙের কুর্তা ও সাদা পায়জামায় নজর কাড়লেন ভাইজান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/20/fc32f051015406d7d67b5165d92200ce51e40.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
সলমন খানকে দেখা গেল ভাগ্নি আলিজেহ্ অগ্নিহোত্রীর সঙ্গে। গাঢ় রঙের কুর্তা ও সাদা পায়জামায় নজর কাড়লেন ভাইজান।
7/9
![গাঢ় নীল রঙের ঝলমলে শেরওয়ানি পরে দেখা গেল 'শেরশাহ' অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রকে। তাঁর সঙ্গে গাড়ি থেকে নামলেন স্ত্রী ও অভিনেত্রী কিয়ারা আডবাণী। পরনে সবুজ রঙের ঝলমলে শাড়ি। পোজ দিলেন পাপারাৎজিদের জন্য।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/20/c1f9ce7f3193528403dd58bb0725a6bf21500.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
গাঢ় নীল রঙের ঝলমলে শেরওয়ানি পরে দেখা গেল 'শেরশাহ' অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রকে। তাঁর সঙ্গে গাড়ি থেকে নামলেন স্ত্রী ও অভিনেত্রী কিয়ারা আডবাণী। পরনে সবুজ রঙের ঝলমলে শাড়ি। পোজ দিলেন পাপারাৎজিদের জন্য।
8/9
![রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনকে দেখা গেল 'পারফেক্ট' জুটি হিসেবে। লাল-গোলাপী স্যুটে দেখা গেল অভিনেত্রীকে। তাঁর পাশে সবুজ সিল্কের কুর্তা পায়জামায় দেখা গেল রণবীরকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/20/d1ead5b4de413443bcd15f26f946c7e4b6afa.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনকে দেখা গেল 'পারফেক্ট' জুটি হিসেবে। লাল-গোলাপী স্যুটে দেখা গেল অভিনেত্রীকে। তাঁর পাশে সবুজ সিল্কের কুর্তা পায়জামায় দেখা গেল রণবীরকে।
9/9
![ঐশ্বর্যা রাই বচ্চনকে দেখা গেল মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে। নীল রঙের স্যুট পরে দেখা গেল 'গুরু' অভিনেত্রীকে। আরাধ্যার পরনে ছিল হলুদ স্যুট।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/20/fe7b6874990e2f6e55d6a28d6620f238e993b.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ঐশ্বর্যা রাই বচ্চনকে দেখা গেল মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে। নীল রঙের স্যুট পরে দেখা গেল 'গুরু' অভিনেত্রীকে। আরাধ্যার পরনে ছিল হলুদ স্যুট।
Published at : 20 Sep 2023 03:11 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)