এক্সপ্লোর
Amitabh Bachchan: এই বাংলোটি অমিতাভ বচ্চনকে উপহার দিয়েছিলেন রমেশ সিপ্পি, জানেন?
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/29/fc5ba77587a4e1eca974bf58d395d54d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বচ্চন বাসভবনের অন্দরসজ্জা
1/6
![নিজের অভিনয় দক্ষতার দৌলতে বলিউডের শিখরে পৌঁছেছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। আজ তাঁর ভক্ত-অনুরাগীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় বিগ বি। প্রায়ই অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/29/9b85cef422fecfcb50351a04c354ba78db711.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজের অভিনয় দক্ষতার দৌলতে বলিউডের শিখরে পৌঁছেছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। আজ তাঁর ভক্ত-অনুরাগীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় বিগ বি। প্রায়ই অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন তিনি।
2/6
![এখানে তুলে ধরা হল মুম্বইতে অমিতাভ বচ্চনের বাসভবন 'জলসা'-র ভিতরের কিছু ছবি। বাসভবনটি এককথায় অসাধারণ। বাড়ির সামনে প্রায়ই আপনি বচ্চন-অনুরাগীদের পেয়ে যাবেন। যাঁরা, বিগ বি-কে এক পলক দেখার জন্য উদগ্রীব।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/29/2319493ff48f37a861089f1e65719d6526202.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এখানে তুলে ধরা হল মুম্বইতে অমিতাভ বচ্চনের বাসভবন 'জলসা'-র ভিতরের কিছু ছবি। বাসভবনটি এককথায় অসাধারণ। বাড়ির সামনে প্রায়ই আপনি বচ্চন-অনুরাগীদের পেয়ে যাবেন। যাঁরা, বিগ বি-কে এক পলক দেখার জন্য উদগ্রীব।
3/6
![জলসায় আপনি ঈশ্বরের বিভিন্ন ছবি দেখতে পাবেন। সংবাদমাধ্য়মে প্রকাশিত তথ্য় অনুযায়ী, বাড়ির মধ্যে যে মন্দির রয়েছে, তাতে রাখা সব মূর্তিকে সোনা ও হিরের গয়নায় সাজিয়ে তোলা হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/29/d156799ceb1398b49404733df2cba37e312d6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জলসায় আপনি ঈশ্বরের বিভিন্ন ছবি দেখতে পাবেন। সংবাদমাধ্য়মে প্রকাশিত তথ্য় অনুযায়ী, বাড়ির মধ্যে যে মন্দির রয়েছে, তাতে রাখা সব মূর্তিকে সোনা ও হিরের গয়নায় সাজিয়ে তোলা হয়েছে।
4/6
![এই বিশাল বাংলোয় অমিতাভ তাঁর পরিবারের সঙ্গে বসবাস করেন। এখানে বলে রাখা দরকার, 'সত্তে পে সত্তা' ছবির সাফল্যের পর পরিচালক রমেশ সিপ্পি অমিতাভকে এই বাড়িটি উপহার দিয়েছিলেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/29/9f66e40d0a5e5a2a0572050e91a4eee1fa432.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই বিশাল বাংলোয় অমিতাভ তাঁর পরিবারের সঙ্গে বসবাস করেন। এখানে বলে রাখা দরকার, 'সত্তে পে সত্তা' ছবির সাফল্যের পর পরিচালক রমেশ সিপ্পি অমিতাভকে এই বাড়িটি উপহার দিয়েছিলেন।
5/6
![এখানে বলে রাখা প্রয়োজন, অমিতাভের প্রথম বাসভবন 'প্রতীক্ষা' এই বাড়ি থেকে মাত্র ১ কিমি দূরেই অবস্থিত। সেটি অমিতাভ কিনেছিলেন। অমিতাভের হৃদয়ে প্রতীক্ষা একটি বিশেষ জায়গা দখল করে আছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/29/658b0489e4e27930a746c08b30c83f4ad8a88.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এখানে বলে রাখা প্রয়োজন, অমিতাভের প্রথম বাসভবন 'প্রতীক্ষা' এই বাড়ি থেকে মাত্র ১ কিমি দূরেই অবস্থিত। সেটি অমিতাভ কিনেছিলেন। অমিতাভের হৃদয়ে প্রতীক্ষা একটি বিশেষ জায়গা দখল করে আছে।
6/6
![এই বাংলোর দাম আনুমানিক ১০০ থেকে ১২০ কোটি টাকা। এখানে আপনি কাচের ঝাড়, রাজকীয় আসবাব ও দারুন সব পেন্টিং দিয়ে সাজানো ঘর দেখতে পাবেন। একটা দেওয়াল পরিবারের সদস্যদের ছবি দিয়ে ভর্তি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/29/dcf9976a9023a5664c45bc42cc76d951fcaa9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই বাংলোর দাম আনুমানিক ১০০ থেকে ১২০ কোটি টাকা। এখানে আপনি কাচের ঝাড়, রাজকীয় আসবাব ও দারুন সব পেন্টিং দিয়ে সাজানো ঘর দেখতে পাবেন। একটা দেওয়াল পরিবারের সদস্যদের ছবি দিয়ে ভর্তি।
Published at : 29 Mar 2021 11:15 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)