এক্সপ্লোর
Byomkesh Hatyamancha: ৪ বছর পরে অরিন্দমের হাত ধরেই ফের 'ব্যোমকেশ' আবির, ট্রেলারে চমক
Byomkesh Hatyamancha Trailer: ছবির পরিচালক অরিন্দম শীল বলছেন, 'এটি আমার করা চতুর্থ ব্যোমকেশ। এটা বাকি ব্যোমকেশগুলোর থেকে বেশ কিছু কারণে আলাদা।'
আবির চট্টোপাধ্যায়
1/10

থিয়েটার। বিনোদনের মঞ্চ। শখ করে থিয়েটারই দেখতে গিয়েছিলেন ব্যোমকেশ বক্সী। নেহাৎ বিনোদনের জন্যই। কিন্তু সেই মঞ্চে, দর্শক ভরা প্রেক্ষাগৃহেই যে একটা খুন ঘটে যাবে কে জানত?
2/10

মুক্তি পেল অরিন্দম শীল (Arindam Sil)-এর নতুন ছবি 'ব্যোমকেশ হত্যামঞ্চ' (Byomkesh Hatyamancha)-র ট্রেলার। আগামী ১১ অগাস্ট বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি।
Published at : 28 Jul 2022 08:31 AM (IST)
আরও দেখুন






















