এক্সপ্লোর
Cooking Show: গোলাপি কেকে উদযাপন, ৫০০০ পর্ব পেরিয়েও জমজমাট সুদীপার রান্নাঘর
Sudipar Rannaghor: এই শো-এর সঞ্চালিকার ভূমিকায় রয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। 'রান্নাঘর' শো -এর থেকে সঞ্চালিকাকে আলাদা করা কঠিন

গোলাপি কেকে উদযাপন, ৫০০০ পর্ব পেরিয়েও জমজমাট সুদীপার রান্নাঘর
1/10

রান্না ঘরের দায়িত্ব সামলানোর সঙ্গে কোথাও যেন জুড়ে দেওয়া হয় মেয়েদের, জন্ম থেকেই যেন রান্নাঘর সামলানো তার কাজের মধ্যেই পড়ে।
2/10

কিন্তু রান্নাও যে শিল্প! তেল, নুন, ঝালের কোন কোন সঠিক পরিমাপে কী কী স্বাদ আসবে তা বুঝতে গেলে, জানতে গেলে পরিশ্রম লাগে তো বটেই। সেই রান্নাঘরের শিল্পকেই ছোটপর্দায় তুলে এনেছিল প্রথম সারির একটি চ্যানেল।
3/10

শো-এর নাম ছিল 'রান্নাঘর'। পায়ে পায়ে চলে সেই নন ফিকসন শো-ই পার করে ফেলল ৫০০০ পর্ব।
4/10

এই শো-এর সঞ্চালিকার ভূমিকায় রয়েছেন সুদীপা চট্টোপাধ্যায়। 'রান্নাঘর' শো -এর থেকে সঞ্চালিকাকে আলাদা করা কঠিন। ৫০০০ পর্ব পেরনোর উদযাপনে মেতেছিল টিম 'রান্নাঘর'।
5/10

বেলুন দিয়ে সাজানো হয়েছিল সেট। হাজির ছিলেন বিশেষ অতিথিরা। বিশাল কেক, চিংড়ি-ইলিশের রসনাতৃপ্তিতে জমল উদযাপন।
6/10

রইল দেদার আড্ডা, নাচগানও। চ্যানেলের তরফ থেকে 'রান্নাঘর' উদযাপনের সেই ছবি ভাগ করে নেওয়া হল এবিপি লাইভের সঙ্গে
7/10

'রান্নাঘর'-এর সঙ্গে এতটাই আত্মিকভাবে জড়িয়ে সুদীপা যে সোশ্যাল মিডিয়ায় তাঁর নামের পাশে জুড়ে নিয়েছেন শো-এর নাম।
8/10

কলকাতার বুকে রেস্তোরাঁও রয়েছেন তিনি। এই শো সঞ্চালনা করতে করতে তাঁর জীবনেও ওঠাপড়া এসেছে। মা হয়েছেন সুদীপা।
9/10

৫০০০ পর্ব উদযাপনের সেটে হাজির ছিলেন বিভিন্ন শিল্পীরা। একসঙ্গে কেক কাটেন সবাই। একে অপরকে কেক খাইয়ে দিতে গিয়ে হেসে কুটোপাটি বন্ধুরা। নাচে গানে মঞ্চও জমান অনেকে।
10/10

এই এপিসোডের সম্প্রচার হবে আগামী মাসের প্রথম দিনেই অর্থাৎ ১ অক্টোবর
Published at : 29 Sep 2022 12:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
অটো
Advertisement
ট্রেন্ডিং
