এক্সপ্লোর
Dadagiri: একটু একটু বাংলা বোঝেন, সৌরভের অনুরোধে বাংলায় কোন কথা বললেন জাহ্নবী?

জাহ্নবী কপূর
1/10

'মহারাজ'-এর মঞ্চে এবার আরব সাগরের পাড়ের সুন্দরী। 'দাদাগিরি'-র মঞ্চে হাজির হয়েছিলেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কপূর (Janhabi Kapoor)।
2/10

সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে নাচের ছন্দে পা মিলিয়ে, রসোগোল্লায় মজে জনপ্রিয় ইউটিউবারদের নিয়ে বিশেষ এই পর্বের প্রাণকেন্দ্র হয়ে উঠলেন তিনিই।
3/10

‘মম’ ছবির প্রচারে একবার একটি বিশেষ পর্বে ‘দাদাগিরি’র মঞ্চে এসেছিলেন বনি কপূর-শ্রীদেবী। সেই বৃত্ত যেন সম্পূর্ণ করলেন তাঁদের বড় মেয়ে জাহ্নবী।
4/10

১৫ মে রবিবার জি বাংলার প্রশ্নোত্তরের শো-এর জৌলুস জাহ্নবী কপূর। আর সেই পর্বেই সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের মুখে বলেন এই কথা।
5/10

সবুজ সাদার শিফন শাড়িতে 'দাদাগিরি'-র মঞ্চে হাজির হয়েছিলেন জাহ্নবী। খোলা চুল, মুখে ঝলমলে হাসি জাহ্নবীই যেন অনুষ্ঠানের প্রাণকেন্দ্র।
6/10

এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন জনপ্রিয় ইউটিউবাররা। বং গাই, তালপাতার সেপাই, জ্যোতি-সহ একাধিক ইউটিউবার অংশ নিয়েছিলেন এই খেলায়। এই এপিসোড দেখানো হবে ১৫ মে, রাত সাড়ে ৯টায়।
7/10

আপাতত, লখনউতে আগামী ছবির শ্যুটে ব্যস্ত শ্রীদেবী-কন্যা। সেখান থেকে এক দিনের ছুটি নিয়ে কলকাতায় উড়ে এসেছিলেন নায়িকা। অনুষ্ঠান মঞ্চ নাচে হাসিতে ভরিয়ে দিয়েছিলেন তিনি।
8/10

সৌরভ তাঁর হাতে তুলে দিয়েছিলেন কলকাতার রসগোল্লার হাঁড়ি।
9/10

মহারাজ জাহ্নবীকে প্রশ্ন করেছিলেন, তিনি বাংলা বলতে বা বুঝতে পারেন কি না? জাহ্নবী দাদাকে বাংলায় বলেছেন, ‘‘তাড়াতাড়ি কর!’’ শুনে হাসতে হাসতে সঞ্চালকের রসিকতা, এই কথাটা সবাই বলতে পারে।
10/10

'দাদাগিরি'-র মঞ্চে জাহ্নবীর সঙ্গে নাচের তালে পা মেলালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এই প্রথম নয়, 'কিশমিশ'-এর প্রচারে এই মঞ্চেই হাজির হয়েছিলেন দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)।
Published at : 13 May 2022 02:01 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
