এক্সপ্লোর
Debina Bonnerjee Birthday: কেক-মোমবাতি-আদর-ভালবাসায় দেবিনা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/18/952f9a96496487b4520ef896e26be7cc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দেবিনা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন
1/12
![আজ জন্মদিন বলিউড অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের (Debina Bonnerjee)। সদ্য কয়েকদিন আগেই প্রথমবার মা হয়েছেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/18/097386a6805e77a2609091633fb0161a51bb7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের (Debina Bonnerjee)। সদ্য কয়েকদিন আগেই প্রথমবার মা হয়েছেন তিনি।
2/12
![তাই এই বছরের জন্মদিন তাঁর কাছে অনেক বেশি স্পেশাল। স্ত্রীর জন্মদিন উপলক্ষে ভালোবাসায় ভরা শুভেচ্ছাবার্তা দিলেন অভিনেতা গুরমিত চৌধুরি (Gurmeet Choudhary)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন জন্মদিন (Debina Bonnerjee Birthday) পালনের একাধিক ছবিও।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/18/352bdd3412c961ba4fa18c9ce5b34fcff059c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তাই এই বছরের জন্মদিন তাঁর কাছে অনেক বেশি স্পেশাল। স্ত্রীর জন্মদিন উপলক্ষে ভালোবাসায় ভরা শুভেচ্ছাবার্তা দিলেন অভিনেতা গুরমিত চৌধুরি (Gurmeet Choudhary)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন জন্মদিন (Debina Bonnerjee Birthday) পালনের একাধিক ছবিও।
3/12
![এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা গুরমিত চৌধুরি। প্রত্যেকটি ছবিই স্ত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপনের।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/18/6e26915a67143672e2f9bbcb4235200d06e49.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা গুরমিত চৌধুরি। প্রত্যেকটি ছবিই স্ত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপনের।
4/12
![কোনও ছবিতে দেখা যাচ্ছে তিনি কেক কাটছেন। আবার কোনও ছবিতে স্ত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন গুরমিত।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/18/1f393d051395f54ba083efec68d26adb8a558.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কোনও ছবিতে দেখা যাচ্ছে তিনি কেক কাটছেন। আবার কোনও ছবিতে স্ত্রীকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন গুরমিত।
5/12
![ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'শুভ জন্মদিন জানাই আমার গোটা বিশ্বকে। আমার প্রথম ভালোবাসা। আমার স্ত্রী। আর এখন আমার সন্তানের মা।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/18/0ad68d603966e5670da5901bf35eed018da04.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'শুভ জন্মদিন জানাই আমার গোটা বিশ্বকে। আমার প্রথম ভালোবাসা। আমার স্ত্রী। আর এখন আমার সন্তানের মা।'
6/12
!['একসঙ্গে জীবনের এত পথ পেরিয়ে আসার জন্য অন্যরকম অনুভূতি হচ্ছে। প্রতিটা পদক্ষেপই নতুন স্মৃতি তৈরি করছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমার জন্য দেবিনাকে বেছে নেওয়ার জন্য।'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/18/987248dd748347c2eadaca56e4f779c55ca60.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
'একসঙ্গে জীবনের এত পথ পেরিয়ে আসার জন্য অন্যরকম অনুভূতি হচ্ছে। প্রতিটা পদক্ষেপই নতুন স্মৃতি তৈরি করছে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমার জন্য দেবিনাকে বেছে নেওয়ার জন্য।'
7/12
![নিজের জন্মদিন উপলক্ষে মেয়ের সঙ্গে বিশেষ ছবি পোস্ট করেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায় নিজেও। সঙ্গে লিখেছেন বেশ কিছু আবেগপ্রবণ কথা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/18/89a86dc74496a4c09ac0a7f566da17a357550.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজের জন্মদিন উপলক্ষে মেয়ের সঙ্গে বিশেষ ছবি পোস্ট করেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায় নিজেও। সঙ্গে লিখেছেন বেশ কিছু আবেগপ্রবণ কথা।
8/12
![জানিয়েছেন, বাস্তবে প্রায় দুটো বছর পর তিনি জন্মদিন উদযাপন করছেন। আর এই বছরের জন্মদিন তাঁর কাছে অনেক বেশি স্পেশাল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/18/df87c6d845e20faeafb6cc0eb88f9fb72c38d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জানিয়েছেন, বাস্তবে প্রায় দুটো বছর পর তিনি জন্মদিন উদযাপন করছেন। আর এই বছরের জন্মদিন তাঁর কাছে অনেক বেশি স্পেশাল।
9/12
![গতকালই প্রথম সন্তানের ছবি ও নাম প্রকাশ্যে এনেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। একরত্তির প্রথম ছবি, আর নিচে লেখা তার নাম।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/18/066fafc88613b8fce0c8a27e739743fa06ac9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গতকালই প্রথম সন্তানের ছবি ও নাম প্রকাশ্যে এনেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। একরত্তির প্রথম ছবি, আর নিচে লেখা তার নাম।
10/12
![একরত্তি মেয়ের নাম রাখলেন 'লিয়ানা' চৌধুরি। ছবি দিয়ে মেয়ের নাম ঘোষণা করেন তাঁরা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/18/621bbd928750c96b51b13965cf05e24ac05cb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
একরত্তি মেয়ের নাম রাখলেন 'লিয়ানা' চৌধুরি। ছবি দিয়ে মেয়ের নাম ঘোষণা করেন তাঁরা।
11/12
![সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, সদ্যোজাতকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছেন অভিনেত্রী। আর তাঁর কোলে উঠে শুয়ে পড়ছে তাঁর সারমেয় সন্তানটি। ভিডিও পোস্ট করে তিনি লেখেন, 'আমার দুই সন্তানের সঙ্গে।' তার সঙ্গে হ্যাশট্যাগে 'মম লাইফ' লেখেন অভিনেত্রী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/18/1080e4fff89b7913af2bcd123c719c182280f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি মিষ্টি ভিডিও পোস্ট করেছেন দেবিনা বন্দ্যোপাধ্যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, সদ্যোজাতকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছেন অভিনেত্রী। আর তাঁর কোলে উঠে শুয়ে পড়ছে তাঁর সারমেয় সন্তানটি। ভিডিও পোস্ট করে তিনি লেখেন, 'আমার দুই সন্তানের সঙ্গে।' তার সঙ্গে হ্যাশট্যাগে 'মম লাইফ' লেখেন অভিনেত্রী।
12/12
![সদ্য মা হওয়ার পর বিশেষ অনুভূতি এভাবেই প্রকাশ করছেন দেবিনা। অভিনেত্রীর পোস্ট করা ভিডিও দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। কেউ লিখেছেন, 'ঈশ্বর মঙ্গল করুন'। আবার কেউ কমেন্ট করেছেন 'অসাধারণ'।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/18/9bcf94aadc4581228d216d7d3893fb7d6541a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সদ্য মা হওয়ার পর বিশেষ অনুভূতি এভাবেই প্রকাশ করছেন দেবিনা। অভিনেত্রীর পোস্ট করা ভিডিও দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। কেউ লিখেছেন, 'ঈশ্বর মঙ্গল করুন'। আবার কেউ কমেন্ট করেছেন 'অসাধারণ'।
Published at : 18 Apr 2022 07:13 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)