এক্সপ্লোর
Maha Kumbh 2025: 'সব পাপ ধুয়ে গেল', মহাকুম্ভে শাহি স্নান করে পুণম বললেন, 'ভক্তি আমায় স্তদ্ধ করে দিয়েছে'
Poonam Pandya: বিমানবন্দরে ছবিশিকারীদের ক্যামেরায় ধরা পড়েছিলেন পুনম। তখনই তিনি জানিয়েছিলেন, তিনি মহাকুম্ভে যাচ্ছেন। ছবিশিকারীদের প্রশ্নও করেছিলেন, তাঁদের জন্য প্রসাদ ছাড়া আর কিছু তিনি আনবেন কি না।

শাহি স্নান করে কী বললেন পুণম পাণ্ডে?
1/10

প্রায় সবসময়েই তিনি থাকেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। আর এবার, ফের খবরে পুনম পাণ্ডে। তবে এবার বিতর্ক নয়, মহাকুম্ভে শাহি স্নান করে খবরে রইলেন তিনি।
2/10

বিমানবন্দরে ছবিশিকারীদের ক্যামেরায় ধরা পড়েছিলেন পুনম। তখনই তিনি জানিয়েছিলেন, তিনি মহাকুম্ভে যাচ্ছেন। ছবিশিকারীদের প্রশ্নও করেছিলেন, তাঁদের জন্য প্রসাদ ছাড়া আর কিছু তিনি আনবেন কি না।
3/10

এরপরেই সমাজমাধ্য়মের পাতায় ভেসে উঠল তাঁর মহাকুম্ভে স্নানের ছবি। সঙ্গে পুণম লিখলেন, মহাকুম্ভে গিয়ে ঠিক কী অনুভূতি হয়েছে তাঁর। যে ভক্তিভাবের স্পর্শ তিনি পেয়েছেন, সেই কথাই সোশ্যাল মিডিয়ায় জাহির করলেন পুনম
4/10

সাদা কালো কুর্তি পরে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়েছেন পুণম। তারপরেই তিনি জানিয়েছেন, 'অনুভব করছি সব পাপ যেন ধুয়ে গেল'
5/10

পুণমের কথায়, ‘মহাকুম্ভ। জীবনকে যেন আরও একটু কাছ থেকে দেখা। যেখানে একজন ৭০ বছরের মানুষও খালি পায়ে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে যায়। যেখানে ভক্তির কোনও সীমা পরিসীমা নেই।’
6/10

পুণম আরও লিখেছেন, ‘যাঁরা মহাকুম্ভে এসে প্রাণ হারালেন, তাঁদের জন্য আমার প্রাণ কাঁদছে। আশা করি তাঁরা মোক্ষলাভ করেছেন। এখানকার ভক্তিভাব আমায় স্তদ্ধ করে দিয়েছে।’
7/10

মহাকুম্ভে স্নান করে কটাক্ষের স্বীকারও হয়েছেন পুণম। তবে সেইদিকে তিনি বিশেষ নজর দেননি। মহাকুম্ভে গিয়ে তাঁর যে মন ভরে গিয়েছে, সেই কথাই তিনি বারে বারে বোঝাতে চেয়েছেন।
8/10

সদ্য সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন পুণম পাণ্ডে। জানা গিয়েছিল, ক্যানসারের কারণেই নাকি মৃত্যু হয়েছে তাঁর।
9/10

তবে তার কয়েকদিন পরেই জানা যায়, মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়ো। দিব্য রয়েছেন পুণম। সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি পর্যন্ত পোস্ট করেছিলেন তিনি।
10/10

পরে জানা যায়, জরায়ু মুখে ক্যানসারের সচেতনতা বৃদ্ধির জন্যই পুণম পাণ্ড এই মারা যাওয়ার ভুয়ো খবর ছড়িয়েছিলেন।
Published at : 31 Jan 2025 06:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
