এক্সপ্লোর
Dev and Rukmini: রুক্মিণীর সঙ্গে সফরে গিয়ে বিশেষ ঘোষণা দেবের, কোন হদিশ দিলেন অভিনেতা?
Dev and Rukmini: সামনেই মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি 'খাদান'। আর সেই ছবি নিয়েই একটি বিশেষ ঘোষণা করেছেন দেব।
সামনেই মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি 'খাদান'।
1/10

অজানা জায়গায় সফরে গিয়েছেন দেব (Dev)। সঙ্গী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। তবে এখন পর্যন্ত একসঙ্গে কোনও ছবি শেয়ার করে নেননি তাঁরা। আর সেখানে গিয়েই, বিশেষ ঘোষণা করলেন দেব!
2/10

সোশ্যাল মিডিয়ায় একই জায়গা থেকে ছবি শেয়ার করেছেন রুক্মিণী মৈত্রও। সদ্য ছবি মুক্তির ব্যস্ততা কাটিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা।
3/10

সামনেই মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি 'খাদান'। আর সেই ছবি নিয়েই একটি বিশেষ ঘোষণা করেছেন দেব।
4/10

দেব প্রকাশ করেছেন 'খাদান'-এর টিজার মুক্তির দিন। ১৪ তারিখ প্রকাশ্যে আসবে খাদান-এর প্রথম ঝলক।
5/10

দেবের এই প্রচারের স্টাইল দেখে সোশ্যাল মিডিয়ায় রুক্মিণী লিখেছেন, প্রচারের স্টাইলটা ভাল। বেশ কুল.. থুড়ি হট। এই ছবিতে অবশ্য নেই রুক্মিণী।
6/10

দেবের সঙ্গে রুক্মিণীর নতুন ছবি 'টেক্কা' মুক্তি পাবে পুজোয়। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি। সদ্য শেষ হয়েছে ছবির ডাবিং।
7/10

অপেক্ষায় রয়েছে রুক্মিণীর নতুন ছবি 'নটি বিনোদিনী'-ও। এই ছবিতে একেবারে অন্য ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে। ছবিটি নিয়ে রুক্মিণী নিজেও প্রতীক্ষায় রয়েছেন।
8/10

রুক্মিনীর জন্মদিনে দেব শেয়ার করে নিয়েছিলেন রুক্মিণীর সঙ্গে এক গুচ্ছ ঘুরতে যাওয়ার ছবি। সেখানে তিনি রুক্মিণীকে দিয়েছিলেন বিশেষ তকমা।
9/10

কী সেই তকমা? রুক্মিণীকে তিনি সেরা ঘুরতে যাওয়ার সঙ্গী হিসেবে তুলে ধরেছেন। প্রেমিকার সঙ্গে সঙ্গে রুক্মিণী যে দেবের প্রিয় বন্ধুও, সেবিষয়ে সন্দেহ নেই।
10/10

সোশ্যাল মিডিয়ায় দেব আর রুক্মিণীর এই ছবি পছন্দ করেছেন অনেকেই। সোশ্যাল মিডিয়া ভেসেছে প্রশংসায়।
Published at : 12 Aug 2024 11:16 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং























