এক্সপ্লোর
Devi Chowdhurani: মেঘলা সকালে ময়দানে শ্রাবন্তী-শুভ্রজিৎ, চলল 'দেবী চৌধুরানি' হয়ে ওঠার প্রশিক্ষণ
Devi Chowdhurani News: 'দেবী চৌধুরানি'-র সফর, বৃষ্টির সকালে ঘোড়া চালানো শিখছেন শ্রাবন্তী
'দেবী চৌধুরানি'-র সফর, বৃষ্টির সকালে ঘোড়া চালানো শিখছেন শ্রাবন্তী
1/11

ইতিহাসের চরিত্রকে ফুটিয়ে তোলা তো নেহাত সোজা নয়। আর সেখানে যদি জড়িয়ে থাকে বাঙালির আবেগ.. তখন সেই ছবির প্রস্তুতি তো জোরদার চলবেই।
2/11

শুভ্রজিৎ মিত্রের (Subhraji Mitra) আগামী ছবি দেবী চৌধুরানী (Devi Chowdhurani)-র মুখ্যভূমিকায় অভিনয় করছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। আর, সেই চরিত্রের কারণেই, ঘোড়া চালানোর বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন শ্রাবন্তী।
Published at : 31 Aug 2023 10:28 PM (IST)
আরও দেখুন






















