এক্সপ্লোর
Dilip Kumar Funeral Photos: গান স্যালুটে বিদায়, বুধবার শেষ যাত্রায় দিলীপ কুমার

শেষ যাত্রায় দিলীপ কুমার
1/7

প্রয়াত বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার। মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে আজ সকাল সাড়ে ৭টায় তাঁর মৃত্যু হয় তাঁ। বয়স হয়েছিল ৯৮ বছর। বয়সজনিত অসুস্থতার কারণে গত এক বছর ধরে তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়। শ্বাসকষ্টের কারণে শেষবার ভর্তি হয়েছিলেন গত বুধবার।
2/7

প্রায় সারাটা সময় তাঁর বেডের পাশে ছিলেন স্ত্রী সায়রা বানু। আজ দিলীপ সায়রার দীর্ঘ দাম্পত্যেও ছেদ পড়ল। মহারাষ্ট্র সরকারের তরফে জানানো হয়েছে, আজ বিকেল ৫টায় মুম্বইয়ের সান্তাক্রুজে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়।
3/7

দিলীপ কুমারের আসল নাম ছিল মহম্মদ ইউসুফ খান। সিনেমায় আসার পর নাম নেন দিলীপ কুমার। মুঘল ই আজম, দেবদাস, রাম আউর শ্যাম, মধুমতী. গঙ্গা যমুনার মতো কালজয়ী কিছু ছবিতে ছড়িয়ে রয়েছে তাঁর অভিনয় প্রতিভার স্বাক্ষর।
4/7

দিলীপ কুমারের বাবা লালা গোলাম সারওয়ার, মা আয়েশা বেগম। বাবা ছিলেন একজন ফল ব্যবসায়ী। ১৯৩০ সালে পরিবার নিয়ে মুম্বইয়ে চলে আসেন। কর্মজীবনের শুরুতে দিলীপ কুমার ছিলেন ক্যান্টিন মালিক, পাশাপাশি শুকনো ফল ও সরবরাহ করতেন। ১৯৪৪ সালে ‘জোয়ার ভাটা’ ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি।
5/7

পেয়েছেন পদ্মবিভূষণ সম্মান, দাদাসাহেব ফালকে পুরস্কার। বলিউডে দিলীপ কুমারকে বলা হত ট্র্যাজেডি কিং। অভিনয়ে ফুটিয়ে তুলতে পারতেন আবেগের নানা স্তর। দুঃখ শোকের নানা পরত। সেই অভিনেতার মৃত্যুতে আজ শোকের ছায়া বলিউডে।
6/7

এদিন গান স্যালুটে শেষ বিদায় জানানো হয় তাঁকে। কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে শুধু বলিউড নয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা ট্যুইটে শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটে লিখেছেন, সিনেমার কিংবদন্তি হিসেবে দিলীপ কুমারকে সবাই মনে রাখবে। অসাধারণ অভিনয় প্রতিভা। প্রজন্মের পর প্রজন্ম দর্শককে মোহিত করেছে তাঁর অভিনয়। তাঁর মৃত্যু ভারতীয় সাংস্কৃতিক জগতের ক্ষতি।
7/7

এদিন তাঁর শেষদিনে উপস্থিত হন অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন একটি স্মৃতিচারণায় জানান, দিলীপ কুমারের অটোগ্রাফ পেতে তাঁর ৪৬ বছর লেগেছে। তিনি জানান, তাঁর অভিনীত ব্ল্যাক ছবিটি দেখে আপ্লুত দিলীপ কুমার অমিতাভকে একটি দীর্ঘ চিঠি লেখেন। তাতে অনেক প্রশংসাবাক্যের সঙ্গে চিঠির শেষে ছিল দিলীপ কুমারের সইও।
Published at : 07 Jul 2021 07:18 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
