এক্সপ্লোর
Dilkhush: ৩০ জুন থেকে শ্যুটিং শুরু, প্রেমের গল্প বলতে আসছেন মধুমিতা, অনুসূয়া, পরাণ
দিলখুশ
1/10

সাফল্য পেয়েছে 'কিশমিশ'। এবার ফের নতুন প্রেমের গল্প বলার জন্য তৈরি পরিচালক রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)। ৩০ জুন থেকে শুরু হবে এই ছবির শ্যুটিং। প্রযোজক সংস্থা এসভিএফের সঙ্গে এই প্রথম কাজ করছেন রাহুল।
2/10

'কিশমিশ'-ও পর্দায় তুলে ধরেছিল একটা মিষ্টি প্রেমের গল্প। রাহুলের এই নতুন ছবির নাম 'দিলখুশ'। দুটি নয়, আটটি চরিত্র, আটটি জীবনের গল্প বলবে 'দিলখুশ'। ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে ছবির মহরত।
Published at : 20 Jun 2022 07:39 PM (IST)
আরও দেখুন






















