এক্সপ্লোর
Ditipriya Exclusive: সাহসী ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলিং! দিতিপ্রিয়া বলছেন, 'আমি রানি রাসমণি নই'
Actress Ditipriya Roy on Social Media Trolling: দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। ছোটপর্দার রানি রাসমণির ইমেজ ভাঙতে এখন বদ্ধপরিকর তিনি। অভিনয় করে চলেছেন বড়পর্দায়। একের পর এক ছকভাঙা চরিত্রে
'রানি রাসমণি নই, আমি দিতিপ্রিয়া! চিত্রনাট্যের প্রয়োজনে ইমেজ ভাঙবই'
1/10

তাঁর রানি রাসমণি ইমেজ এখনও দর্শকদের মনে এতটাই জ্বলজ্বলে যে, তাঁর নামের সঙ্গে এই চরিত্রকে সমার্থক ভেবে ফেলেছেন অনেকেই।
2/10

ইতিমধ্যে একাধিক ছকভাঙা চরিত্রে তিনি অভিনয় করলেও, তাঁকে বার বার তুলনা করা হয় রানি রাসমণির সঙ্গে। শুধু কি চরিত্র? তাঁর ব্যক্তিগত জীবনেও ছাপ ফেলে রানি রাসমণি চরিত্রের ওজন।
Published at : 03 Jul 2023 11:56 PM (IST)
আরও দেখুন






















