এক্সপ্লোর
Payel-Dwaipayan on RG Kar Issue: বিয়ের পরে প্রথম পুজোতেও উৎসব নেই, পায়েল-দ্বৈপায়ন বলছেন, 'আরজি কর কাণ্ডের বিচার চাই'
Payel-Dwaipayan on RG Kar Protest: পায়েল বসাক ও দ্বৈপায়ন চৌধুরী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় মুখ। তাঁদের ময়ূরের মতো নাচের ছন্দে যেন নেশা লাগে দর্শকদের চোখে।
পায়েল বসাক ও দ্বৈপায়ন চৌধুরী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় মুখ
1/10

তাঁদের পরিচিতি একেবারে নতুন প্রজন্মের মাধ্যম। সোশ্যাল মিডিয়া। ইউটিউব চ্যানেল থেকেই প্রথম পরিচিতি পাওয়া শুরু তাঁদের। আর সেই পরিচিতিই এনে দিল, বড় সুযোগ। আধুনিক থেকে শুরু করে আঞ্চলিক, ধ্রুপদী.. সমস্ত নাচের ছন্দেই যাঁর অবাধ যাতায়াত, তিনিই এবার একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলে 'মহিষাসুরমর্দিনী' অনুষ্ঠানের মুখ!
2/10

পায়েল বসাক ও দ্বৈপায়ন চৌধুরী ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় মুখ। তাঁদের ময়ূরের মতো নাচের ছন্দে যেন নেশা লাগে দর্শকদের চোখে। আর সেই পায়েলই এবার 'সান বাংলা'-র দুর্গা! কী করে সুযোগ এল এই চরিত্রে অভিনয়ের? নিজেকে দুর্গা হিসেবে দেখে কেমন লাগছিল নৃত্যশিল্পীর? পায়েলের দুর্গা হয়ে ওঠার গল্প, শুনল একমাত্র এবিপি লাইভ বাংলা (ABP Live Bangla)।
Published at : 18 Sep 2024 11:50 PM (IST)
আরও দেখুন






















