এক্সপ্লোর
Gourab - Devlina: আর ১০ দিন পরেই প্রথম বিবাহবার্ষিকী, তার আগে কেমন কাটল গৌরব-দেবলীনার লন্ডন সফর?
গৌরব-দেবলীনার প্রি-অ্যানিভার্সারি ট্রিপ
1/10

আর ঠিক ১০ দিন পরেই বিয়ের এক বছর পূর্ণ করবেন দেবলীনা গৌরব । গত বছর ৯ ডিসেম্বর চারহাত এক হয়েছিল উত্তমকুমারের পৌত্র গৌরব ও রাজনীতিক দেবাশিস কুমারের কন্যার।
2/10

তারপর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে রূপকথার জাল বুনেছেন তারকা দম্পতি। একসঙ্গে ফিটনেস গোল অ্যাচিভ করা থেকে সাইকেল-সফর , তারকা দম্পতির প্রেমের উত্তাপ টের পেয়েছেন প্রত্যেকেই।
3/10

বিয়ের এক বছর পূর্তিটাও তাই তেমনই মিষ্টি করে তুলতে চান তাঁরা। বিবাহবার্ষিকীর পূর্বে দুজনে সেরে এলেন বিদেশ সফর।
4/10

যদিও কাজের সূত্রেই লন্ডনে গিয়েছিলেন গৌরব। অরিত্র সেনের ‘গানের ভিতর দিয়ে’ ছবির শ্যুট করতে গেলেও ছিলেন দেবলীনা।
5/10

বিদেশ সফর ও কাজ চলেছে একই সঙ্গে। সম্প্রতি ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে দেবলীনা মনে করিয়ে দিয়েছেন, আর কদিন পরেই তাঁদের সাতপাকের এক বছর। তাই এটা প্রি অ্যানিভার্সারি ট্রিপ বলাই যায়।
6/10

নানারকম পোশাকে ক্যামেরার লেন্সে ধরা পড়েছেন দেবলীনা। ইনস্টাগ্রামের দেওয়াল জুড়ে সেই ভ্রমণেরই ছবি।
7/10

গত ৯ ডিসেম্বর সাতপাকে বাঁধা পড়েন তাঁরা । বিয়ের রাতে দেবলীনা পরেন কাতান বেনারসী। সাজেন এক্কেবারে ট্র্যাডিশনাল বাঙালি সাজে।
8/10

গৌরব দেবলীনার বিয়েতে পোশাক ডিজাইনার ছিলেন অভিষেক রায়। গৌরব পরেন সাদা ও সোনালি কম্বিনেশনে ধুতি-পঞ্জাবি।
9/10

দেবলীনা ও গৌরবের বিয়ে এক কথায় উৎসব। নানা সাজে তাঁরা ধরা দেন বিয়ে থেকে রিসেপশনে।
10/10

কোথায় উদযাপন করবেন তাঁরা দাম্পত্যের প্রথম বছর? সবাই এখন তাকিয়ে সেই দিকেই। ছবি সৌজন্য : devlinakumar ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
Published at : 30 Nov 2021 12:33 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
খুঁটিনাটি






















