এক্সপ্লোর
Guddi: পর্দার বাইরের 'গুড্ডি'কে দেখেছেন? চিনতে পারবেন তো?

গুড্ডি
1/10

ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক 'গুড্ডি' (Guddi)। অনুজ, গুড্ডি এবং শিরিন। তিনজনের সম্পর্কের টানাপোড়েন।
2/10

গুড্ডি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। এরইমধ্যে দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন।
3/10

'ধ্রুবতারা'-র পর এই ধারাবাহিকের হাত ধরেই ফের প্রধান চরিত্রে ফিরছেন, শ্যামৌপ্তি মুদলি। বিপরীতে দেখা যাচ্ছে রণজয় বিষ্ণুকে
4/10

সবুজে মোড়া পাহাড় আর সেখানকার সীমান্ত এলাকার সমস্যা। তার মধ্যেই কেউ বাঁচছে নিজের স্বপ্ন নিয়ে, কারও মনে গোপনে বাড়ছে ভালোলাগা। হঠাৎই একটা ঘটনায় বদলে যায় সব সম্পর্কের সমীকরণ। লীনা গঙ্গোপাধ্যায়ের গল্প নিয়ে জমজমাট নতুন ধারাবাহিক গুড্ডি।
5/10

গুড্ডি - অনুজের বিবাহিত সম্পর্ক সুখের করার আপ্রাণ চেষ্টা জেঠুমণির। সব মিলিয়ে ছোট পর্দায় ধারাবাহিক 'গুড্ডি' জমজমাট পর্যায় চলছে।
6/10

এর আগে বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন গুড্ডি ওরফে শ্যামৌপ্তি মুদলি। এই ধারাবাহিকেও তিনি নজর কাড়ছেন।
7/10

সোশ্যাল মিডিয়াতেও তিনি খুবই সক্রিয় থাকেন। নানা সময়ে নানা ক্যামেরাবন্দি মুহূর্ত পোস্ট করে থাকেন।
8/10

এখনও পর্যন্ত ধারাবাহিকে যা দেখা গিয়েছে, তাতে অনুজের স্যরের সঙ্গে দেখা করে তার বদলির সম্ভাবনা অন্তত ৬ মাসের জন্য স্থগিত রাখতে পেরেছে জেঠুমণি। এই ৬ মাসেই গুড্ডির সঙ্গে অনুজের স্বামী - স্ত্রীর সম্পর্ক তৈরি করতে চান তিনি।
9/10

গুড্ডি-অনুজের স্বামী - স্ত্রীর সম্পর্ক কি এবার শুরুর পথে? তা জানতে চোখ রাখতে হবে টিভির পর্দায়।
10/10

'গুড্ডি' ধারাবাহিক দিয়ে ছোট পর্দার পরিচিত মুখ হয়ে উঠলেও ক্যামেরার সামনে এই প্রথমবার অভিনয় করছেন না শ্যামৌপ্তি। এর আগে তিনি একাধিক ধারাবাহিকে অভিনয় করেন।
Published at : 23 Jun 2022 04:16 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
