এক্সপ্লোর
Hatyapuri: পোস্টারের নীল রিবন খুলে দিলেন সস্ত্রীক সন্দীপ রায়, জানালেন বড়দিনে 'ফেলুদা' হয়ে আসছেন ইন্দ্রনীল
হত্যাপুরী
1/9

লাল কাপড়ে মোড়া রহস্য। নীল রিবনে একসঙ্গেই টান দিলেন সন্দীপ রায়, ললিতা রায় আর পরাণ বন্দ্যোপাধ্যায়। পাশে দাঁড়িয়ে হাততালিতে ফেটে পড়ল টিম ফেলুদা। মুক্তি পেল প্রথম পোস্টার। 'হত্যাপুরী'
2/9

আজ শহরের একটি হোটেলে জমায়েত হয়েছিলেন সন্দীপ রায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, পরাণ বন্দ্য়োপাধ্যায়, ললিতা রায় ও আরও অনেকে। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল 'ফেলুদা'-র সব চরিত্রদের নাম ও চরিত্রদের নাম।
Published at : 15 Jun 2022 12:50 AM (IST)
আরও দেখুন






















