এক্সপ্লোর
একগুচ্ছ নতুন ছবি ও ওয়েব সিরিজ নিয়ে হাজির 'হইচই', রইল তালিকা
একগুচ্ছ নতুন ছবি ও ওয়েব সিরিজ নিয়ে হাজির 'হইচই', রইল তালিকা
1/17

পায়ে পায়ে পাঁচ। বাংলা ওটিটি প্ল্যাটফর্মের তালিকায় পরিচিত নাম 'হইচই'। পাঁচ বছরে পা দিল এই ওয়েব প্ল্যাটফর্মটি। আর সেই উপলক্ষ্যে, একগুচ্ছ নতুন ছবি ও ওয়েব সিরিজের ঘোষণা করল 'হইচই' এর কর্তৃপক্ষ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'চোরাবালি' উপন্যাসের গল্প বলতে পর্দায় ফের আসছে ব্যোমকেশ। মুখ্য চরিত্রে গত সমস্ত সিরিজের মতোই দেখা যাবে দুঁদে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য্যকে। সেইসঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অর্জুন চক্রবর্তীকে। এছাড়াও থাকছেন উষসী রায়, চন্দন সেনের মত অভিনেতারা।
2/17

শ্রীকান্ত: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শ্রীকান্ত' উপন্যাস অবলম্বনে তৈরি এই সিরিজ তুলে ধরবে বর্তমান যুগের শ্রীকান্তকে। মুখ্য চরিত্র অর্থাৎ শ্রীকান্তের ভূমিকায় অভিনয় করছেন ঋষভ বসু ও রাজলক্ষীর ভূমিকায় দেখা যাবে সোহিনী সরকারকে।
Published at : 24 Sep 2021 06:49 PM (IST)
আরও দেখুন






















