এক্সপ্লোর
Hoichoi Season 6: ফিরছে ফেলুদা, ওয়েবে হাতেখড়ি অরিন্দম-রাজের, 'হইচই'-এর ঘোষণার তালিকায় একগুচ্ছ সিক্যুয়ালও
Hoichoi Season 6: একগুচ্ছ নতুন সিরিজ আসতে চলেছে হইচই-তে । নতুন গল্প নিয়ে আসছে ইন্দু, একেন, হ্যালো ও। দেখে নিন।
ফিরছে ফেলুদা, ওয়েবে হাতেখড়ি অরিন্দম-রাজের, 'হইচই'-এর ঘোষণার তালিকায় একগুচ্ছ সিক্যুয়ালও
1/10

ফের ফেলুদার গোয়েন্দাগিরি। তবে এবার কাশ্মীরে (Kashmir)। 'হইচই সিজন ৬' -এ (Hoichoi Season 6) ঘোষণা হয়েছে একগুচ্ছ নতুন সিরিজের। এদের মধ্যে একটি হল 'ভূস্বর্গ ভয়ঙ্কর' (Bhuswargo Bhoyongkar)। এর আগে হইচইতে মুক্তি পেয়েছিল 'ফেলুদার গোয়েন্দাগিরি'। গল্পে এই ঘটনার হাত ধরেই শুরু হয়েছিল ফেলুদার গোয়েন্দাগিরির। গল্পের জায়গা ছিল দার্জিলিং। এবার সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)-র হাত ধরেই ফের একবার পাহাড়ে ফেলুদা। তবে এবার ভূস্বর্গে। ফেলুদার নতুন সিজন আসতে চলেছে সেই আভাস আগেই দিয়েছিলেন টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury)। এবারেও ফেলুদার ভূমিকায় দেখা যাবে তাঁকেই। ফেলুদা হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন টোটা।
2/10

নতুন অধ্যায় নিয়ে আসতে চলেছে 'ইন্দু'-ও । দীর্ঘ অপেক্ষার পর 'ইন্দু ২' -এর ঘোষণা করা হল কিছুটা খুনসুটি করেই। আগের মতো এই সিরিজের ক্রিয়েটরও সাহানা দত্ত । পরের বছর অর্থাৎ ২০২৩ সালের প্রথমেই, জানুয়ারিতে মুক্তি পাবে 'ইন্দু ২' । এর আগের সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন সুহোত্র মুখোপাধ্যায় (Suhotro Mukherjee) ও মানালি দে (Manali Dey) । নতুন বিয়ে এবং সেই বাড়ি ঘিরে রহস্যই ইন্দু ওয়ের সিরিজের চালিকাশক্তি ।
Published at : 22 Sep 2022 01:00 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















