এক্সপ্লোর
ট্যুইটার ছেড়েছিলেন শাহরুখ, ব্রেক আপের পর অ্যাকাউন্ট ডিলিট করেছিলেন সুশান্তও
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/29161250/SRK.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/6
![অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, দীপিকা পাড়ুকোন, বিরাট কোহলির মতো তারকা ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ ফলোয়ারও বাগিয়ে নিয়েছেন। তবে আপনি কি জানেন এক সময় ‘নেট দুনিয়া’-কে আলবিদা বলতে চেয়েছিলেন বলিউডের প্রথম সারির তারকারা?](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/29161907/BIG-B.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, দীপিকা পাড়ুকোন, বিরাট কোহলির মতো তারকা ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ ফলোয়ারও বাগিয়ে নিয়েছেন। তবে আপনি কি জানেন এক সময় ‘নেট দুনিয়া’-কে আলবিদা বলতে চেয়েছিলেন বলিউডের প্রথম সারির তারকারা?
2/6
![প্রযুক্তি বিপ্লবের সৌজন্যে ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্র তো বটেই যোগাযোগেরও গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। করোনাকালে এই মাধ্যমগুলো আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে তারকারা এই মাধ্যমকেই বেছে নিয়েছেন তাঁদের যোগাযোগের জন্য। অনুরাগীরাও তাঁদের প্রিয় অভিনেতা কিংবা অভিনেত্রীর লেটেস্ট আপডেট জেনে নিচ্ছেন সোশ্যাল মাধ্যম থেকেই।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/29161312/Twitter-1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রযুক্তি বিপ্লবের সৌজন্যে ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম এখন আমাদের নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্র তো বটেই যোগাযোগেরও গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। করোনাকালে এই মাধ্যমগুলো আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে তারকারা এই মাধ্যমকেই বেছে নিয়েছেন তাঁদের যোগাযোগের জন্য। অনুরাগীরাও তাঁদের প্রিয় অভিনেতা কিংবা অভিনেত্রীর লেটেস্ট আপডেট জেনে নিচ্ছেন সোশ্যাল মাধ্যম থেকেই।
3/6
![সুশান্ত সিংহ রাজপুত। ২০১৬ সালে দীর্ঘদিনের প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের সঙ্গে বিচ্ছেদের পর ট্যুইটার অ্যাকাউন্ট ডিলিট করেছিলেন সুশান্ত। পরে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবির সময়ে তিনি আবার ট্যুইটারে ফিরে আসেন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/29161301/Sushant-Singh-Rajput.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সুশান্ত সিংহ রাজপুত। ২০১৬ সালে দীর্ঘদিনের প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের সঙ্গে বিচ্ছেদের পর ট্যুইটার অ্যাকাউন্ট ডিলিট করেছিলেন সুশান্ত। পরে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ছবির সময়ে তিনি আবার ট্যুইটারে ফিরে আসেন।
4/6
![শাহরুখ খান। ‘নেগেটিভি’, স্রেফ এই কারণেই ২০১৩ সালে ট্যুইটার ছেড়েছিলেন শাহরুখ খান। তবে অনুরাগীদের অনুরোধে ৬ মাসের মধ্যেই ফিরে এসেছিসলেন কিং খান।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/29161250/SRK.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শাহরুখ খান। ‘নেগেটিভি’, স্রেফ এই কারণেই ২০১৩ সালে ট্যুইটার ছেড়েছিলেন শাহরুখ খান। তবে অনুরাগীদের অনুরোধে ৬ মাসের মধ্যেই ফিরে এসেছিসলেন কিং খান।
5/6
![সলমন খান। শাহরুখ খান ও আমির খানের সঙ্গে বিবাদের আলোচনায় বিরক্ত হয়েই সোশ্যাল মিডিয়া ছাড়ার হুমকি দিয়েছিলেন সলমন। আমির ও শাহরুখ দুজনেই তাঁর বন্ধু, এখানে কোনও প্রতিযোগিতা নেই বলেও জানান সলমন।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/29161239/Salman.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সলমন খান। শাহরুখ খান ও আমির খানের সঙ্গে বিবাদের আলোচনায় বিরক্ত হয়েই সোশ্যাল মিডিয়া ছাড়ার হুমকি দিয়েছিলেন সলমন। আমির ও শাহরুখ দুজনেই তাঁর বন্ধু, এখানে কোনও প্রতিযোগিতা নেই বলেও জানান সলমন।
6/6
![ঋঋষি কপূর। ২০১৫ সালে ট্যুইটার ছাড়ার কথা বলেছিলেন এই বলিউড কিংবদন্তি। তবে সোনম কপূর, রবিনা টন্ডন, হুমা কুরেশির মতো তারকাদের অনুরোধে তিনি থেকে যান।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/29161228/Rishi-Kapoor.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঋঋষি কপূর। ২০১৫ সালে ট্যুইটার ছাড়ার কথা বলেছিলেন এই বলিউড কিংবদন্তি। তবে সোনম কপূর, রবিনা টন্ডন, হুমা কুরেশির মতো তারকাদের অনুরোধে তিনি থেকে যান।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)