এক্সপ্লোর
Iman Chakraborty: একমঞ্চে ব্রততী, জোজো, লোপামুদ্রা, তারকাখচিত ইমনের বসন্ত উৎসব
ইমনের বসন্ত উৎসব
1/12

রঙে যেন বসন্তের ছোঁয়া, আনন্দের সুর। শীতের আমেজ কেটে গিয়ে মিষ্টি হাওয়া যেন বলে দিচ্ছে বসন্ত আসছে। আর প্রকৃতির এই পরিবর্তন যেন আরও একটু রঙিন হয়ে উঠল বসন্ত উৎসবের মঞ্চে। আয়োজনে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী (Iman Chakraborty)।
2/12

শনিবার মীরপাড়া পার্ক ময়দানে বসন্ত উৎসবের আয়োজন করেছিলেন ইমন ও তাঁর সঙ্গীত জগতের ছাত্রছাত্রীরা। প্রতি বছরের মত এই বছরেও অনুষ্ঠানে অংশ নিলেন একঝাঁক তারকা।
Published at : 27 Feb 2022 11:39 PM (IST)
আরও দেখুন






















