এক্সপ্লোর
Govinda Relationship: এই নায়িকাকে বিয়ে করবেন বলে সুনীতার সঙ্গে সম্পর্ক ভাঙতে চেয়েছিলেন গোবিন্দ!
এই নায়িকাকে বিয়ে করবেন বলে সুনীতার সঙ্গে সম্পর্ক ভাঙতে চেয়েছিলেন গোবিন্দা!
1/5

বলিউডের অন্যতম জুটি গোবিন্দ ও সুনীতা আহুজা। তাঁদের একটি মেয়েও রয়েছে কিন্তু জানেন কী, একসময় সুনীতার সঙ্গে সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিলেন খোদ গোবিন্দই।
2/5

সূত্রের খবর, সুনীতার সঙ্গে বিয়ে ভেঙে অনস্ক্রিন হিট জুটির নায়িকা নীলমকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি।
3/5

অভিনয় করতে গিয়েই নীলমের সঙ্গে আলাপ হয় গোবিন্দর। প্রথম দেখাতেই নীলমকে ভালো লেগে যায় গোবিন্দর।
4/5

একের পর এক হিট ছবি পেতে থাকে এই জুটি। পর্দায় জমে ওঠে তাঁদের রোম্যান্স। অফস্ক্রিনও কাছাকাছি আসেন এই জুটি। শোনা যায়, পর্দার রোম্যান্সে যাতে কোনও আঁচ না আসে সেজন্য নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা নীলমের থেকে লুকিয়েছিলেন গোবিন্দ।
5/5

নীলম-গোবিন্দর প্রেম একসময় এমন পর্যায়ে পৌঁছয় যে সুনীতার সঙ্গে সম্পর্ক ভাঙার কথা ভেবেছিলেন গোবিন্দ। কিন্তু বিভে ভাঙতে বাধা দিয়েছিলেন গোবিন্দর মা। তাঁর কথাতেই সুনীতার সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নেন গোবিন্দ।
Published at : 23 Apr 2021 10:38 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















