এক্সপ্লোর
Ananya Panday:কাজ করেছেন তিনটি সিনেমায়, ২৩ বছরেই ৭২ কোটি টাকার সম্পদের মালকিন অনন্যা
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/22/3a264ea77e805bcce95a530708e2634a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Ananya Panday
1/8
![বলিউডের উঠতি অভিনেত্রী হিসেবে পরিচিত অনন্যা পাণ্ডে। বর্তমানে সংবাদের শিরোনামে তিনি।শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অনন্যাকে জিজ্ঞাসাবাদ করেছে। তাঁকে আবারও ডেকে পাঠিয়েছে এনসিবি। তাঁর বাড়িতেও তল্লাশি চালায় এনসিবি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/22/652ea02e682846963be2330e11d75d4e3908c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বলিউডের উঠতি অভিনেত্রী হিসেবে পরিচিত অনন্যা পাণ্ডে। বর্তমানে সংবাদের শিরোনামে তিনি।শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অনন্যাকে জিজ্ঞাসাবাদ করেছে। তাঁকে আবারও ডেকে পাঠিয়েছে এনসিবি। তাঁর বাড়িতেও তল্লাশি চালায় এনসিবি।
2/8
![অভিনেত্রী হিসেবে খুব দ্রুত উঠে আসছেন অনন্যা। তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যাও দ্রুত বাড়ছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/22/7198cb8a69b77d328a49aa951dbaffac37be9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অভিনেত্রী হিসেবে খুব দ্রুত উঠে আসছেন অনন্যা। তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যাও দ্রুত বাড়ছে।
3/8
![অনন্যা এখনও পর্যন্ত তিনটি সিনেমায় কাজ করেছেন। এই সিনেমাগুলির মধ্যে রয়েছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২, পতি পত্নী অউর ও এবং খালি পিলি। এই সিনেমাগুলি বক্স অফিসে খুব একটা সাফল্য না পেলেও অনন্যার জনপ্রিয়তার গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/22/7f2b8dc4be2806172830ba6b5a2d32d3424f8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
অনন্যা এখনও পর্যন্ত তিনটি সিনেমায় কাজ করেছেন। এই সিনেমাগুলির মধ্যে রয়েছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২, পতি পত্নী অউর ও এবং খালি পিলি। এই সিনেমাগুলি বক্স অফিসে খুব একটা সাফল্য না পেলেও অনন্যার জনপ্রিয়তার গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী।
4/8
![সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে, ২৩ বছরের অনন্যার মোট সম্পদের পরিমাণ ৭২ কোটি টাকা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/22/2b7ad65108143ebe80713c0840ef06da651b9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে, ২৩ বছরের অনন্যার মোট সম্পদের পরিমাণ ৭২ কোটি টাকা।
5/8
![সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে, প্রতি সিনেমায় কাজ করার জন্য তিনি প্রায় ২ কোটি টাকা পারিশ্রমিক নেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/22/bd3d277027b66823ad8afdb010a48d5a113d7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে, প্রতি সিনেমায় কাজ করার জন্য তিনি প্রায় ২ কোটি টাকা পারিশ্রমিক নেন।
6/8
![সিনেমায় অভিনয় ছাড়াও অনন্যা বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্টের মাধ্যমে বেশ মোটা অঙ্কের অর্থ উপার্জন করেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/22/032e9f9b1e3397706947cb6a4554f9b278102.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সিনেমায় অভিনয় ছাড়াও অনন্যা বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্টের মাধ্যমে বেশ মোটা অঙ্কের অর্থ উপার্জন করেন।
7/8
![সোশাল মিডিয়ায় কথা বললে শুধুমাত্র ইনস্টাগ্রামেই তাঁর ফলোয়ার সংখ্যা ২০.৩ মিলিয়ন। আর এই ফ্যান বেসের লাভ তাঁর ব্র্যান্ড প্রোমোশনের ক্ষেত্রে পাওয়া যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/22/7107f337881187ea140e013386327a93cea86.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সোশাল মিডিয়ায় কথা বললে শুধুমাত্র ইনস্টাগ্রামেই তাঁর ফলোয়ার সংখ্যা ২০.৩ মিলিয়ন। আর এই ফ্যান বেসের লাভ তাঁর ব্র্যান্ড প্রোমোশনের ক্ষেত্রে পাওয়া যায়।
8/8
![চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা ছোট বেলা থেকে সিনেমায় অভিনয় নিয়ে আগ্রহী ছিলেন। তিনি তাঁর বাবার মতোই বলিউডে জায়গা করে নিতে চাইতেন। ২১ বছর বয়সে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ সিনেমার মাধ্যমে বলিউডে ব্রেক পেয়েছিলেন তিনি। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। অনন্যার আগামী সিনেমাগুলির মধ্যে রয়েছে বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে লাইগার। এছাড়াও খো গয়ে হম কাঁহা সিনেমার কাজও শুরু করেছেন অনন্যা। এছাড়াও দীপিকা পাড়ুকোন ও সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গেও একটি সিনেমায় দেখা যাবে তাঁকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/22/f4208e4f3dfeba8b0ec7dbe12db405138f02e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা ছোট বেলা থেকে সিনেমায় অভিনয় নিয়ে আগ্রহী ছিলেন। তিনি তাঁর বাবার মতোই বলিউডে জায়গা করে নিতে চাইতেন। ২১ বছর বয়সে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ সিনেমার মাধ্যমে বলিউডে ব্রেক পেয়েছিলেন তিনি। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। অনন্যার আগামী সিনেমাগুলির মধ্যে রয়েছে বিজয় দেবেরাকোণ্ডার সঙ্গে লাইগার। এছাড়াও খো গয়ে হম কাঁহা সিনেমার কাজও শুরু করেছেন অনন্যা। এছাড়াও দীপিকা পাড়ুকোন ও সিদ্ধার্থ চতুর্বেদীর সঙ্গেও একটি সিনেমায় দেখা যাবে তাঁকে।
Published at : 22 Oct 2021 01:43 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)