এক্সপ্লোর
Ritabhari Chakraborty Upcoming Film: এই প্রেমের গল্পে মন ভাঙবেই, বলছেন ঋতাভরী
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/04/fe68c01b69c57aa780acaa2efb076f44_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ঋতাভরী চক্রবর্তী
1/7
![রাজনীতি নয়, অভিনয় আর বাগ্মিতার গুণেই খবরের শিরোনামে তিনি। সম্প্রতি অবশ্য সুরের জগতেও নিজের রাখছেন তিনি। ঋতাভরী চক্রবর্তী। ব্যস্ত অভিনেত্রী এখন নতুন ছবি আর মিউজিক ভিডিও মুক্তির অপেক্ষায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/04/d0096ec6c83575373e3a21d129ff8fef98a7b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রাজনীতি নয়, অভিনয় আর বাগ্মিতার গুণেই খবরের শিরোনামে তিনি। সম্প্রতি অবশ্য সুরের জগতেও নিজের রাখছেন তিনি। ঋতাভরী চক্রবর্তী। ব্যস্ত অভিনেত্রী এখন নতুন ছবি আর মিউজিক ভিডিও মুক্তির অপেক্ষায়।
2/7
![কলকাতায় শ্যুটিং হয়েছে ঋতাভরী চক্রবর্তীর নতুন স্বল্পদৈর্ঘ্যের ছবি 'দ্য ব্রোকেন ফ্রেম'-এর। এই ছবিতে ঋতাভরীর বিপরীতে দেখা যাবে রোহিতকে। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন রাম কমল মুখোপাধ্যায়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/04/156005c5baf40ff51a327f1c34f2975be9793.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
কলকাতায় শ্যুটিং হয়েছে ঋতাভরী চক্রবর্তীর নতুন স্বল্পদৈর্ঘ্যের ছবি 'দ্য ব্রোকেন ফ্রেম'-এর। এই ছবিতে ঋতাভরীর বিপরীতে দেখা যাবে রোহিতকে। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন রাম কমল মুখোপাধ্যায়।
3/7
![এক দম্পতির বিবাহবার্ষিকীর রাতে ঘটে যাওয়া কিছু ঘটনা ও তার পর সম্পর্কের টানাপোড়েন নিয়েই এগিয়েছে ছবির গল্প। রোহিত ছাড়াও এর আগে রজত কপূরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে ঋতাভরীকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/04/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800f65bf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এক দম্পতির বিবাহবার্ষিকীর রাতে ঘটে যাওয়া কিছু ঘটনা ও তার পর সম্পর্কের টানাপোড়েন নিয়েই এগিয়েছে ছবির গল্প। রোহিত ছাড়াও এর আগে রজত কপূরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে ঋতাভরীকে।
4/7
![এই ছবির চিত্রনাট্য লিখেছেন সমীর শেঠিয়া, সঙ্গীত পরিচালনা করেছেন শৈলেন্দ্র কুমার। ছবির ক্যামেরার দায়িত্বে ছিলেন মধুরা পালিত। ছবির প্রযোজনায় রয়েছেন অরিত্র দাস, সর্বাণী মুখোপাধ্যায় এবং গৌরব দাগা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/04/799bad5a3b514f096e69bbc4a7896cd9e0607.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এই ছবির চিত্রনাট্য লিখেছেন সমীর শেঠিয়া, সঙ্গীত পরিচালনা করেছেন শৈলেন্দ্র কুমার। ছবির ক্যামেরার দায়িত্বে ছিলেন মধুরা পালিত। ছবির প্রযোজনায় রয়েছেন অরিত্র দাস, সর্বাণী মুখোপাধ্যায় এবং গৌরব দাগা।
5/7
![‘কেক ওয়াক’, ‘সিজনস গ্রিটিং’ ও ‘রিকশাওয়ালা’-র পরে নতুন ছবির জন্য রামকমল বেছে নিয়েছেন মুম্বইয়ের অভিনেতা রোহিত বসু রায় এবং টলিউডের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে। সূত্রের খবর, ঋতাভরী নিজেই কাজ করতে চেয়ে যোগাযোগ করেছিলেন রামকমলের সঙ্গে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/04/032b2cc936860b03048302d991c3498f79f9f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
‘কেক ওয়াক’, ‘সিজনস গ্রিটিং’ ও ‘রিকশাওয়ালা’-র পরে নতুন ছবির জন্য রামকমল বেছে নিয়েছেন মুম্বইয়ের অভিনেতা রোহিত বসু রায় এবং টলিউডের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে। সূত্রের খবর, ঋতাভরী নিজেই কাজ করতে চেয়ে যোগাযোগ করেছিলেন রামকমলের সঙ্গে।
6/7
![ব্রহ্মা জানেন গোপন কম্মটি ছবি দেখে তাঁর কাজ পছন্দ হয়েছিল রামকমলের। তারপরেই এই ছবির ভাবনা। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং সেট থেকে কিছু ছবি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, 'একটা প্রেমের গল্প যেটা মন ভেঙে দেবে'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/04/88251dcfdda65e66b671d1f6fd54e29f0ee91.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ব্রহ্মা জানেন গোপন কম্মটি ছবি দেখে তাঁর কাজ পছন্দ হয়েছিল রামকমলের। তারপরেই এই ছবির ভাবনা। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং সেট থেকে কিছু ছবি শেয়ার করে ঋতাভরী লিখেছেন, 'একটা প্রেমের গল্প যেটা মন ভেঙে দেবে'
7/7
![সম্প্রতি তাঁর বন্ধুকে সঙ্গে নিয়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছিলেন ঋতাভরী। নেটিজেনদের কাছে প্রশংসিত হয়েছিল তাঁর এই উদ্যোগ। করোনা আবহে আপাতত বন্ধ রয়েছে ঋতাভরীর স্কুল।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/04/18e2999891374a475d0687ca9f989d83a2e93.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সম্প্রতি তাঁর বন্ধুকে সঙ্গে নিয়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছিলেন ঋতাভরী। নেটিজেনদের কাছে প্রশংসিত হয়েছিল তাঁর এই উদ্যোগ। করোনা আবহে আপাতত বন্ধ রয়েছে ঋতাভরীর স্কুল।
Published at : 04 May 2021 07:50 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)