এক্সপ্লোর
Swastika on Social Media: 'লাল লিপস্টিক হয়ত দুঃখ ভুলিয়ে দেয়', কেন বললেন স্বস্তিকা?
স্বস্তিকা মুখোপাধ্যায়
1/9

মাথায়, কাঁচা-পাকা চুল, ঠোঁটে লাল লিপস্টিক। বহুদিন পর ইনস্টাগ্রাম প্রোফাইলে স্বস্তিকা মুখোপাধ্যায়ের একটা নিজের ছবি। এর আগের সমস্ত ছবিতেই রক্ত, অক্সিজেন, হাসপাতালের বেড থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীর তথ্যতে ভরা।
2/9

করোনাকালে সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন অনেকেই। বহু তারকারই হাত বাড়িয়ে দিয়েছেন সাহায্যের। সোশ্যাল মিডিয়া হয়ে উঠেছে সাহায্যের একটি বড় মাধ্যম। অক্সিজে-ওষুধ থেকে রেমডিসিভির, টিকা, প্রত্যেকেই শেয়ার করছেন বিভিন্ন নম্বর। এক মাসের বেশি সময় ধরে নায়িকার প্রোফাইল ভরছে মানুষের স্বার্থে, মানুষের সাহায্যে।
Published at : 03 Jun 2021 05:26 PM (IST)
আরও দেখুন






















