এক্সপ্লোর
Yuvaan-Subhashree Pool Party: বাড়ির ছাদেই পুল পার্টি, ইউভানকে নিয়ে ছুটিযাপন রাজ-শুভশ্রীর

রাজ-শুভশ্রী
1/10

শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একদিকে শ্যুটিং অন্যদিকে ছোট্ট ইউভান। দুইই সামলাচ্ছেন তিনি। ডান্স বাংলা ডান্স শোয়ের বিচারকের ভূমিকা পালন করেছেন শুভশ্রী।
2/10

রবিবার ছুটির দিনে বাড়িতেই পুল পার্টিতে মাতলেন শুভশ্রী, সঙ্গে ইউভান ও রাজও। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি।
3/10

বাড়ির ছাদেই তৈরি হয়েছিল হাওয়া ভরা ছোট্ট পুল। সেখানেই জলে নামলেন শুভশ্রী আর ছোট্ট ইউভান। হাজির ছিলেন তাঁর বন্ধুরাও।
4/10

ইনস্টাগ্রাম স্টোরিতে রবিবারের ছুটিযাপনের ছবি শেয়ার করেন শুভশ্রী। কাজের ফাঁকে পরিবারের সঙ্গে হাজির ছিলেন রাজও।
5/10

কালো টি শার্টেই ক্যামেরায় ধরা পড়লেন রাজ-শুভশ্রী। অনুরাগীদের চিরকালই কাপেল গোল দেন এই জুটি।
6/10

একটি সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছিলেন, তাঁর গোটা দিনটাই এখন কাটে ইউভানের শর্ত অনুযায়ী। একরত্তিকে ঘিরেই এখন অধিকাংশ সময় কেটে যায় তারকা দম্পতির।
7/10

কিছুদিন আগেই করোনা থেকে সেরে উঠেছেন শুভশ্রী। করোনা আক্রান্ত হওয়ার সময় দীর্ঘদিন ইউভানকে ছেড়ে থাকতে হয়েছিল তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ছেলের ছবি পোস্ট করে শুভশ্রী লিখেছিলেন, 'কখনও ভাবিনি তোমায় ছাড়া এতদিন থাকতে হবে'
8/10

করোনা পরিস্থিতির জন্য আটকে রয়েছে শুভশ্রী অভিনীত ২টি ছবি। ধর্মযুদ্ধ ও হাবজি গাবজি। দুটি ছবিই পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী।
9/10

আপাতত টেলিভিশনের কাজ করতেই ব্যস্ত শুভশ্রী। অন্যদিকে পরিচালনা ও রাজনীতির কাজ সামলাতে ব্যস্ত রাজও।
10/10

ছবি সৌজন্যে: শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ইনস্টাগ্রাম।
Published at : 28 Jun 2021 07:04 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
