এক্সপ্লোর
Bipasha Basu: মাতৃত্বকালীন সাজে অপরূপা বিপাশা!
Entertainment:আর কয়েকটা দিন! তার পরেই চলে আসবে সন্তান। প্রেগন্যান্সির একেবারে চূড়ান্ত পর্যায়ে কেমন আছেন 'মামি টু বি' বিপাশা বসু?গ্ল্যামার একচুলও টাল খায়নি।

সন্তান জন্মের দিন যত এগিয়ে আসছে তত জেল্লা বাড়ছে বলি-তারকার
1/8

আর কয়েকটা দিন! তার পরেই চলে আসবে সন্তান। প্রেগন্যান্সির একেবারে চূড়ান্ত পর্যায়ে কেমন আছেন 'মামি টু বি' বিপাশা বসু?
2/8

গ্ল্যামার টাল খায়নি, বরং সন্তান জন্মের দিন যত এগিয়ে আসছে তত জেল্লা বাড়ছে বলি-তারকার।
3/8

কখনও হলুদ, কখনও আবার লাল। নানা রঙের ম্যাটারনিটি ড্রেস বেছে নিয়েছেন বিপাশা।
4/8

সঙ্গে মানানসই সাজ। অভিনেত্রীকে যে প্রত্যেকটিতেই দুরন্ত লাগছে, তা সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়।
5/8

কিছু দিন আগে নিজের সাধের ছবি দিয়েছিলেন বঙ্গতনয়া। সেখানে ম্যাজেন্টা রঙের শাড়িতে অনন্য লেগেছিল বিপাশাকে। সাধটি হয়েছিলও মূলত বাঙালি নিয়মনীতি মেনে।
6/8

পরে বন্ধুরাও তাঁর জন্য আলাদা 'বেবি শাওয়ার' আয়োজন করেন। সেখানে আবার ভিন্ন সাজে দেখা যায় 'অজনবি' অভিনেত্রীকে।
7/8

'পিচ' রঙের একটি গাউন পরে ওই বেবি শাওয়ারে এসেছিলেন বিপাশা। পরে সেই অনুষ্ঠানের ছবিও দেন ইনস্টাগ্রামে।
8/8

২০১৬ সালে কর্ণ সিং গ্রোভারের সঙ্গে গাঁটছড়া বাধেন বলি-অভিনেত্রী। এবার প্রথম সন্তানের অপেক্ষা।
Published at : 15 Oct 2022 03:09 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
