এক্সপ্লোর
Celebrities Relationship জানেন কি? মা রাজি থাকলে, ধর্মেন্দ্র নয়, সঞ্জীব কুমারের স্ত্রী হতেন হেমা!
জানেন কি? মা রাজি থাকলে, ধর্মেন্দ্রর বদলে সঞ্জীব কুমারের স্ত্রী হতেন হেমা
1/5

ছবিতে কাজ করতে করতে প্রায়ই এমন হয় যে অভিনেতা-অভিনেত্রী একে অপরের কাছাকাছি চলে আসেন। একসময়ের জনপ্রিয় অভিনেতা সঞ্জীব কুমারের জীবনেও এমনটা ঘটেছিল। কথিত আছে, সীতা অউর গীতা সিনেমার শ্যুটিংয়ের সময় হেমা মানিনীর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন সঞ্জীব। এমনকী, তাঁকে বিয়েও করতে চেয়েছিলেন।
2/5

বলা হয়, হেমাকে বিয়ের প্রস্তাব নিয়ে অভিনেত্রীর বাড়িতে গিয়েছিলেন সঞ্জীব। কিন্তু, সঞ্জীবকে প্রত্যাখ্যান করেন হেমার বাবা-মা। হেমার মা সঞ্জীবকে বলেছিলেন, সমগোত্রর কোনও ছেলের সঙ্গে তিনি তাঁর মেয়ের বিয়ে দেবেন। এমনকী, সেই পাত্র পছন্দও করে ফেলেছেন তিনি বলেও জানিয়েছিলেন।
Published at : 20 May 2021 06:12 PM (IST)
আরও দেখুন






















