এক্সপ্লোর
Nusrat Nikhil Relationship: সামনেই নুসতর-নিখিলের দ্বিতীয় বিবাহ বার্ষিকী, তার আগেই বিস্ফোরক অভিনেত্রী
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/09/e502a07d227aff2f28cf55c1ccd108e1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আর কিছুদিন পরেই 'বিবাহের' দু-বছর পূরণ হবে নিখিল-নুসরতের
1/6
![আগামী ১৯ জুন নিখিল-নুসরতের বৈবাহিক জীবনের ২ বছর পূর্ণ হবে। তবে তার আগেই গতকাল অবশেষে নিখিলের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুলেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। জানিয়ে দিয়েছেন তাঁদের এই বিয়ে বৈধই নয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/09/68a1a58d730b581c9fda739cdd3eef9bdea87.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আগামী ১৯ জুন নিখিল-নুসরতের বৈবাহিক জীবনের ২ বছর পূর্ণ হবে। তবে তার আগেই গতকাল অবশেষে নিখিলের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুলেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। জানিয়ে দিয়েছেন তাঁদের এই বিয়ে বৈধই নয়।
2/6
![বিবৃতি দিয়ে তিনি দাবি করেছেন, নিখিলের সঙ্গে বৈবাহিক সম্পর্কে নয়, ছিলেন লিভ-ইন রিলেশনে। ফলে বিবাহ বিচ্ছেদের প্রশ্নই ওঠে না। তুরস্কে বিয়ের প্রসঙ্গ উল্লেখ করে নুসরত জাহান দাবি করেছেন, ওদেশের বিবাহ আইন অনুযায়ী ওই অনুষ্ঠানের কোনও বৈধতা নেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/09/dfd2146d73d13a88d6984771a039cc3708b53.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিবৃতি দিয়ে তিনি দাবি করেছেন, নিখিলের সঙ্গে বৈবাহিক সম্পর্কে নয়, ছিলেন লিভ-ইন রিলেশনে। ফলে বিবাহ বিচ্ছেদের প্রশ্নই ওঠে না। তুরস্কে বিয়ের প্রসঙ্গ উল্লেখ করে নুসরত জাহান দাবি করেছেন, ওদেশের বিবাহ আইন অনুযায়ী ওই অনুষ্ঠানের কোনও বৈধতা নেই।
3/6
![এর আগে নুসরত জাহানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন জানান নিখিল জৈন। তাঁর আবেদনে বলা হয়, নুসরত জাহানকে আদালতে এসে বলতে হবে একসঙ্গে থাকতে চান না। সেইসঙ্গে নিখিল জৈনের পরিবার সূত্রে দাবি করা হয়, ১০ সেপ্টেম্বর সন্তানের জন্ম দিতে পারেন নুসরত জাহান। তবে সেইসময় নুসরত জাহানের প্রতিক্রিয়া মেলেনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/09/8cc0bb77e14b7c1fd23e4914d0c370eeb82a6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এর আগে নুসরত জাহানের সঙ্গে বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন জানান নিখিল জৈন। তাঁর আবেদনে বলা হয়, নুসরত জাহানকে আদালতে এসে বলতে হবে একসঙ্গে থাকতে চান না। সেইসঙ্গে নিখিল জৈনের পরিবার সূত্রে দাবি করা হয়, ১০ সেপ্টেম্বর সন্তানের জন্ম দিতে পারেন নুসরত জাহান। তবে সেইসময় নুসরত জাহানের প্রতিক্রিয়া মেলেনি।
4/6
![যেহেতু এটা দুই সম্প্রদায়ের মধ্যে বিয়ে, তাই ভারতে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে রেজিস্ট্রেশনের প্রয়োজন ছিল, সেটা করা হয়নি। আইনের চোখে এটা বিয়েই নয়। বহুদিন ধরে আমরা বিচ্ছিন্ন। কিন্তু আমি ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে বলতে চাইনি। বিবৃতিতে জানান নুসরত জাহান। আর এই পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নিখিল-নুসরত। দেখে নিন কিছু ছবি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/09/20df16c3a39b99732f5fa760ae07fa7e28514.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
যেহেতু এটা দুই সম্প্রদায়ের মধ্যে বিয়ে, তাই ভারতে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে রেজিস্ট্রেশনের প্রয়োজন ছিল, সেটা করা হয়নি। আইনের চোখে এটা বিয়েই নয়। বহুদিন ধরে আমরা বিচ্ছিন্ন। কিন্তু আমি ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে বলতে চাইনি। বিবৃতিতে জানান নুসরত জাহান। আর এই পরিস্থিতিতেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং নিখিল-নুসরত। দেখে নিন কিছু ছবি।
5/6
![২০১৯ সালে ১৯শে জুন তুরস্কে গিয়ে শিল্পপতি নিখিল জৈনের সঙ্গে সাত পাকে আবদ্ধ হন নুসরত জাহান। হিন্দু মতে বিয়ের পাশাপাশি এই দম্পতি খ্রিস্টান মতেও বিয়ে করেছিলেন তুরস্কে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/09/f8217d632c53c50a682706c633462fa52ff50.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০১৯ সালে ১৯শে জুন তুরস্কে গিয়ে শিল্পপতি নিখিল জৈনের সঙ্গে সাত পাকে আবদ্ধ হন নুসরত জাহান। হিন্দু মতে বিয়ের পাশাপাশি এই দম্পতি খ্রিস্টান মতেও বিয়ে করেছিলেন তুরস্কে।
6/6
![তুরস্কে বিয়ে সেরে বৌভাতের আয়োজন হয়েছিল কলকাতায়। আইটিসি রয়্যাল বেঙ্গলে এ হয়েছিল নিখিল নুসরতের বৌভাতের অনুষ্ঠান। হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল নব-দম্পতিকে। বিয়ের পর প্রথম পার্লামেন্টে উপস্থিত হয়ে নুসরত স্বামীর পদবী নিয়েই সেদিন পার্লামেন্টে নুসরত জাহান রুহি জৈন বলে নিজের পরিচয়ও দিয়েছিলেন অভিনেত্রী।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/09/8b9b52c29406431fa56802fc5b5b5d46b2f8c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তুরস্কে বিয়ে সেরে বৌভাতের আয়োজন হয়েছিল কলকাতায়। আইটিসি রয়্যাল বেঙ্গলে এ হয়েছিল নিখিল নুসরতের বৌভাতের অনুষ্ঠান। হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল নব-দম্পতিকে। বিয়ের পর প্রথম পার্লামেন্টে উপস্থিত হয়ে নুসরত স্বামীর পদবী নিয়েই সেদিন পার্লামেন্টে নুসরত জাহান রুহি জৈন বলে নিজের পরিচয়ও দিয়েছিলেন অভিনেত্রী।
Published at : 09 Jun 2021 06:44 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)